You will be redirected to an external website

হাসপাতালের গেটে তালা লাগাল পুলিশ, দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে পারলেন না লকেটরা

BJP leader Locket Chatterjee faced obstacles while meeting the victim in Durgapur.

হাসপাতালের গেটে তালা লাগাল পুলিশ

দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। রবিবার হাসপাতালে ঢোকার চেষ্টা করতেই গেট বন্ধ করে দেন পুলিশকর্মীরা। এতে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেত্রী-সহ দলের অন্যান্য নেতারা। তাঁরা প্রশ্ন তোলেন, কেন হাসপাতালে যেতে দেওয়া হচ্ছে না, কেন পুলিশ ভিতরে, অথচ সাধারণ মানুষ ও চিকিৎসকেরা বাইরে?

লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, 'এই বিল্ডিংয়ে ‘ইমার্জেন্সি’ লেখা আছে, অথচ গেট বন্ধ! ইমার্জেন্সি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকার কথা। কিন্তু পুলিশ ভিতরে আছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। কেন পুলিশ থাকবে ভিতরে? ডাক্তাররা বাইরে, পুলিশ ভিতরে, এটা কোন রাজত্ব? এটা তো তৃণমূল নয়, তালিবানি রাজ চলছে এখানে। পাকিস্তানের মতো শাসন চলছে বাংলায়।'

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, মেয়েদের রাতের বেলায় বাইরে না যাওয়াই ভাল। সেই প্রসঙ্গ টেনে লকেট বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মেয়েরা রাতে জঙ্গলে না যাক, পশুরা এসে খেয়ে নেবে। অথচ দেশের মহিলা সেনারা রাতে পাকিস্তানে ঢুকে আক্রমণ করেছে। আজ বাংলার মুখ্যমন্ত্রীই বলছেন, রাতে বেরোও না! বাংলার মেয়েরা পরের ভোটে ঠিক জবাব দেবে।'

প্রসঙ্গত, শুক্রবার রাতে দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। হাসপাতালের পিছনের নির্জন এলাকায় তাঁকে ধর্ষণ করা হয়। ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি। তাঁর বাবা জানিয়েছেন, মেয়েকে ওড়িশায় নিয়ে যেতে চান, কারণ দুর্গাপুরে আর নিরাপত্তা নেই বলে মনে করছেন।

এই ঘটনায় ইতিমধ্যেই শেখ রিয়াজউদ্দিন, শেখ ফিরদৌস এবং আপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাঁদের আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The young woman, a student of a private medical college in Shobhapur area of ​​Durgapur and a resident of Jaleswar Read Next

বেসরকারি মেডিক্যাল কলেজ...