You will be redirected to an external website

হাওড়ায় প্রদীপ মজুমদারের গাড়িতে ধাক্কা লরির, কেমন আছেন মন্ত্রী?

Lorry hits Pradeep Majumdar's car in Howrah, how is the minister?

হাওড়ায় প্রদীপ মজুমদারের গাড়িতে ধাক্কা লরির

হাওড়ায় পথ দুর্ঘটনার কবলে মন্ত্রী প্রদীপ মজুমদার। রবিবার দুপুরে জাতীয় সড়ক ১৬-তে তাঁর গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে একটি লরি। মুহূর্তের অভিঘাতে গাড়ির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। মন্ত্রী সেসময় গাড়িতেই ছিলেন।

সৌভাগ্যবশত তাঁর কোনওরকম আঘাত লাগেনি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলেই নিশ্চিত করেছে প্রশাসন।

প্রত্যক্ষদর্শীদের মতে, রবিবার দুপুর প্রায় ১টা ৫ মিনিট নাগাদ ডানকুনি থেকে কলকাতার দিকে যাচ্ছিল মন্ত্রীর গা়ড়িটি। তাঁর আগে ছিল একটি পাইলট কার। ডোমজুড়ের এল ন্যাক এলাকার কাছে, একটি আটা ফ্যাক্টরির সামনে দুর্ঘটনাটি হয়। হঠাৎই একটি লরি তীব্র গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। আছড়ে পড়ার শব্দে মুহূর্তে আশপাশের এলাকায় তৈরি হয় উত্তেজনা।

গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও তৎক্ষণাৎ সুরক্ষিতভাবে মন্ত্রীকে বাইরে বের করে আনা হয়। আশপাশের লোকজন ও নিরাপত্তা কর্মীরা ছুটে এসে তাঁকে সাহায্য করেন। মন্ত্রীকে দ্রুত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরে কোনও আঘাত লাগেনি।

ঘাতক লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে নিয়ন্ত্রণ হারাল লরি, কেনই বা এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনা ফের একবার প্রশ্ন তুলেছে ব্যস্ত জাতীয় সড়কগুলিতে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। চালকদের বেপরোয়া গাড়ি চালানো এবং ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণের অভাব যে বড়সড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে, এই ঘটনাই যেন তার প্রমাণ।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Torrential rains in Uttarakhand, India-China bridge washed away, many villages isolated Read Next

উত্তরাখণ্ডে বৃষ্টির তাণ...