পুজোতেও নিম্নচাপের ভ্রুকুটি!
আজ মহালয়া। শেষের বেলাও ভিজল রাজ্যের বেশ কিছু এলাকা। ভোর থেকেই কোথাও রোদের দেখা, আবার কোথাও হালকা বৃষ্টি। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস জানাচ্ছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির দাপট।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন মায়ানমার উপকূলে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি সোমবার, ২২ সেপ্টেম্বর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। এরপরে বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতাসহ প্রায় সব জেলায় আকাশ আংশিক থেকে ঘন মেঘাচ্ছন্ন থাকবে। পাশাপাশি ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কোথায় কোথায় নামবে ভারী বৃষ্টি?
• দক্ষিণ ২৪ পরগনা: ভারী বৃষ্টির সতর্কতা, কিছু এলাকায় প্রায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।
• মঙ্গলবার ও বুধবার: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে প্রবল বর্ষণের সম্ভাবনা।
• বুধবার: ওই তিন জেলার সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।
আগামী কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনত্ব বাড়বে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। কলকাতায়ও দিনের মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের পূর্বাভাস
উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। তবে রবিবার রাত থেকেই ধীরে ধীরে বৃষ্টির তীব্রতা কমতে থাকবে। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা হাওয়াও বইবে।
সোমবার পার্বত্য এলাকা, মালদহ ও দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কমবে, তবে শুক্রবার দার্জিলিংয়ে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।