রাত পোহালেই বাজারে ঢুকতে শুরু করবে বাংলাদেশের চওড়া পেটির ইলিশ! কত করে পড়বে দাম? |
পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি
পুজোর আগে রাজ্যজুড়ে বৃষ্টি চলতে থাকবে, তবে সব জায়গায় একসাথে ভিজবে না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এটা বলা সম্ভব। তবে দুর্গাপুজোর সময় ১০০ শতাংশ বৃষ্টিপাত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ফলে দুর্গাপূজার আগে আবহাওয়ার মতিগতি নিয়ে চিন্তায় রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে আবহাওয়ায় অস্বস্তি বাড়ছে।
এই নিম্নচাপের সরাসরি প্রভাব না থাকলেও, এর কারণে রাজ্য জুড়ে আবহাওয়ায় পরিবর্তন আসছে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। এই দু'দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।
আজ ও কাল দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
সোমবার ও মঙ্গলবার আকাশ মূলত মেঘলা থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই দু'দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে আজ এবং কাল অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।
আজ অর্থার রবিবার এবং কাল সোমবার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে।