আচমকা বউকে দেখেই তরতর করে পাইপ বেয়ে ছুট দাপুটে নেতার
বাড়িতে স্ত্রী, অন্য ফ্ল্যাটে চলছিল বান্ধবীর সঙ্গে রোম্যান্স। তবে শেষরক্ষা হল না। স্ত্রী আভাস পেয়ে ছেলেকে নিয়ে পৌঁছে যান ওই ফ্ল্যাটে। এরপর যা দৃশ্য দেখল লোকজন, তাতে স্তম্ভিত সকলে। স্ত্রীর হাত থেকে বাঁচতে স্থানীয় ওই নেতা পাইপ বেয়ে পালান। ধরা পড়ে যায় তাঁর বান্ধবী। তারপরে তো আরেক কাণ্ড।ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের রেওয়া জেলায়। স্থানীয় এক নেতা তাঁর বান্ধবীর সঙ্গে ধরা পড়ে যান হাতেনাতে। হট্টগোল শুরু হলে, নেতা বারান্দায় ড্রেনেজ পাইপ বেয়ে নেমে পালিয়ে যান। বান্ধবীকে ধরে ফেলেন ওই নেতার স্ত্রী। তারপর তাঁকে বেধড়ক মারধর করেন।
জানা গিয়েছে, পাপ্পু কানৌজিয়া নামক ওই ব্যক্তি ওবিসি মহাসভার রাজ্য সাধারণ সম্পাদক। বান্ধবীকে নিয়ে একটি ফ্ল্যাটে ছিলেন তিনি, ঠিক তখনই তাঁর স্ত্রী বন্দনা কানৌজিয়া স্বামীর প্রেমলীলার আন্দাজ পান। সময় নষ্ট না করে স্ত্রী ঘটনাস্থলে পৌঁছে হট্টগোল শুরু করেন। স্বামীকে তার বান্ধবীসহ ধরে ফেলেন। স্ত্রী বন্দনা স্বামীর বান্ধবীকে বেধড়ক মারধর করেন। এদিকে, সেই সুযোগে পাপ্পু কানৌজিয়া পাইপ দিয়ে নেমে পালিয়ে যান।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক হই-হট্টগোল হয়। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ কোনওমতে যুবতীকে আহত অবস্থায় উদ্ধার করে। গভীর রাতে ২ ঘন্টা ধরে এই হাইভোল্টেজ নাটক চলে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।