‘মুর্শিদাবাদে অশান্তি তৈরির চেষ্টা’, হুমায়ুনের সাসপেন্ডের দিনই বললেন মমতা |
‘মুর্শিদাবাদে অশান্তি তৈরির চেষ্টা’, হুমায়ুনের সাসপেন্ডের দিনই বললেন মমতা
হুমায়ুনের সাসপেন্ডের দিনই বললেন মমতা
আজই তৃণমূল সাসপেন্ড করেছে হুমায়ুন কবীরকে। আর আজই সেখানে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর মঞ্চ থেকে নাম না করে হুমায়ুন কবীরকে বিঁধলেন তিনি। সভার প্রথমেই বললেন, “কেউ-কেউ মুর্শিদাবাদে অশান্তি তৈরির চেষ্টা করছেন।” মূলত, বাবরি মসজিদের তৈরি করব বলার পর থেকেই দলের সঙ্গে ফের দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। বাবরি মসজিদের মতো বিতর্কিত ইস্যু নিয়ে কেন নাড়াঘাটা হচ্ছে এই নিয়েও প্রশ্ন ওঠে। আজ অর্থাৎ বৃহস্পতিবার ফিরহাদ হাকিম বলেন, “ধর্ম নিয়ে রাজনীতি যারা করে, তাদের সঙ্গে দল কোনও সম্পর্ক রাখবে না।”
তবে কেউ কেউ বিজেপির থেকে টাকা খেয়ে ভোটের আগে এইসব করেন। মমতা বলেন,”নতুন করে এখানে অশান্তি হোক। আর NIA-র হাতে আমাদের ছোট ছোট ভাই বোনদের তুলে দিতে চাইছে। এই অশান্তির প্রশ্রয় দেবেন না। কেউ কেউ টাকা খেয়ে ভোটের আগে বিজেপির তাঁবেদারি করে। এরা দেশের শত্রু।” সঙ্গে নির্দলেও ভোট দিতে বারণ করেছেন। উল্লেখ্য়, এ দিন একই কথা বলেছেন ববিও। তিনি বলেন, “প্রত্যেকবার ভোটের আগে কোনও না কোনও গদ্দারকে নিয়ে গিয়ে কার্ডটা খেলে। এবার হুমায়ুন ভাইকে ধরেছে।”
মমতা এ দিন এও বলেছেন, “গত কয়েকদিন কিছু দুষ্কৃতী গুজব ছড়াচ্ছে, কাটেক্টরে খাতিয়ান নম্বর ১ এ ধর্মীয় স্থানগুলো মসজিদ কবরস্থান নথিভুক্ত করা হয়েছে। এটা মিথ্যা কথা। সব ধর্মে গদ্দার থাকে। কিছু কুলাঙ্গার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যা প্রচার করে। এআই দিয়ে এই সব করা হচ্ছে।” প্রসঙ্গত, আগামী ৬ ডিসেম্বর বাববি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন হুমায়ুন। তারপর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করে। এরপর আজ মমতার সভায় যখন হুমায়ুন যাচ্ছিলেন সেই সময় তিনি জানতে পারেন দল তাঁকে সাসপেন্ড করেছে।