You will be redirected to an external website

মোদীকে পাল্টা জবাব মমতার! খগেন-শঙ্করের উপর হামলার ঘটনায় নামল ‘ডিজিটাল দ্বৈরথ’

In a post on his X handle on Monday night, he wrote,

মোদীকে পাল্টা জবাব মমতার!

সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘যে ভাবে আমাদের দলের কার্যকর্তা তথা একজন সাংসদ ও অন্যজন বিধায়ক বাংলার বিপর্যস্ত এলাকায় দুর্গতদের সাহায্য করতে গিয়ে হামলার মুখে পড়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনা আসলে সে তৃণমূলের অসংবেদনশীলতা ও রাজ্যের আইনশৃঙ্খলার করুণ পরিস্থিতির একটা উদাহরণ মাত্র।’

তাঁর সংযোজন, ‘আমার একান্ত কামনা, এই রকম একটা কঠিন সময়ে সে রাজ্যের সরকার তথা তৃণমূল কংগ্রেস প্রতিহিংসা পরায়ণ না হয়ে মানুষের পাশে দাঁড়াক। বিজেপির অন্য সকল কার্যকর্তারাও দুর্গতদের সাহায্যে কোনও কমতি রাখবে না বলেই আমার দৃঢ় বিশ্বাস।’

মোদীর এই আক্রমণ মোটেই সহজ ভাবে দেখছে না রাজ্যের শাসক শিবির। তাই দিনের দিনই আসরে নেমে পড়তে দেখা গেল তাঁদেরও। নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট লিখে বিজেপির দিকে পাল্টা তির ছুড়লেন খোদ রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এমন একটা বিপর্যয়ের সময়ও মোদী রাজনীতি করছেন বলেই সরাসরি তোপ দাগলেন তিনি।

তিনি লিখলেন, ‘উত্তরবঙ্গের মানুষ যখন বিপর্যস্ত, সেই সময় দেশের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন। কোনও উপযুক্ত অনুসন্ধানের অপেক্ষা না করেই তৃণমূল কংগ্রেসের দিকে দায় ঠেলতে মরিয়া হয়ে পড়েছেন তিনি। আমরাও ওই ঘটনার প্রকাশ্যে নিন্দা জানিয়েছি। আর সর্বোপরি এটা তো বুক চাপড়ানোর সময় নয়। বরং দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময়।’

পাশাপাশি, মোদীর মণিপুর সফর নিয়েও আক্রমণ করতে দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রী লেখেন, ‘যে প্রধানমন্ত্রী মণিপুর অশান্ত হওয়ার ৮৬৪ দিনের মাথায় গিয়েছিলেন, তাঁকে বাংলা নিয়ে এই সহসা উদ্বেগ মানায় না। আমি ওনাকে একটা কথা বলতে চাই, নির্বাচিত রাজ্য সরকারের কথা শুনুন, শুধু নিজের দলের লোকের নয়। আপনি ভারতেও প্রধানমন্ত্রী, শুধু বিজেপির নন।’

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

A suspended lawyer tried to throw a shoe at the country's Chief Justice. Read Next

সনাতন ধর্ম ‘রক্ষার ডাক’, ...