You will be redirected to an external website

মমতার পালটা! সোমেই বাংলার সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন শাহ

Mamata's revenge! Shah to hold meeting with West Bengal MPs on Saturday

সোমেই বাংলার সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন শাহ

একদিকে সংসদে কেন্দ্রে ক্ষমতাসীন শাসকদল বিজেপিকে চাপে ফেলতে রণকৌশল স্থির করছে তৃণমূল। সেই লক্ষ্যে সোমবার সাংসদদের নিয়ে ভারচুয়াল বৈঠকে বসছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর একই দিনে দলের বাংলার বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন অমিত শাহও। সোমবার দিনভর তাঁর নানা কর্মসূচি রয়েছে। তার ফাঁকেই বাংলায় ১২ জন বিজেপি সাংসদের সঙ্গে আলোচনা করবেন শাহ। রবিবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

বিহার ভোটের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে তুমুল হইচই। বিহারের মতো বিভিন্ন রাজ্যে তা লাগু হবে বলে চিঠি দিয়ে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই এসআইআরের বিরোধিতা করে রাজ্য সরকার সুর চড়িয়েছে। প্রতিবাদে একাধিক কর্মসূচি গৃহীত করেছে। আগামী সপ্তাহে বিরোধী ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করতে চলেছে। তৃণমূলের তরফে তাতে নেতৃত্ব দিতে পারেন সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া সংসদে এনিয়ে বিজেপিকে চাপে ফেলতেও নির্দিষ্ট রণকৌশল স্থির করছে তৃণমূল।

এদিকে, বিজেপিও এসআইআর নিয়ে সতর্ক। বিভিন্ন রাজ্যের মতো বাংলায় বিশেষ নিবিড় সংশোধনী লাগু হলে কী ভূমিকা হবে বিজেপি সাংসদদের, তা স্থির করতে বাংলার সাংসদদের নিয়ে শাহের বৈঠক বলে জানা গিয়েছে। আসলে এসআইআরের বিরোধিতায় যেভাবে বাংলার শাসকদল কোমর বেঁধে নেমে পড়েছে, তাতে প্রমাদ গুনছে কেন্দ্রের শাসক শিবির। প্রান্তিক স্তরে এর নেতিবাচক প্রভাব থেকে সতর্ক করতে লাগাতার প্রচার করছে তৃণমূল। এমনকী তৃণমূল নেত্রীও বিভিন্ন জনসভায় তা বলছেন। তাই এরাজ্যে এসআইআর লাগু হলে কীভাবে তার মোকাবিলায় ময়দানে নেমে কাজ করবে বিজেপি, তা নিয়ে বাংলার সাংসদদের পাঠ দেবেন অমিত শাহ।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

School principal arrested for slapping, taping face of 3-year-old girl for chanting 'Radhe Radhe' Read Next

'রাধে রাধে' বলায় ৩ বছরের ছ...