You will be redirected to an external website

মহালয়ায় মন্ত্রী ইন্দ্রনীলের সঙ্গে গান ধরলেন মমতা

মহালয়ায় মন্ত্রী ইন্দ্রনীলের সঙ্গে গান ধরলেন মমতা

"আমাদের ছোটবেলায় দুর্গাপুজো (DURGAPUJA 2025) মানে চারটে দিন ছিল। ২০১১ সালে বাংলায় মা-মাটি মানুষের সরকার আসার পর, সরকারের উদ্যোগে, প্রচেষ্টায় যেভাবে সর্বপ্রিয় উৎসবের প্রসার ঘটেছে।" তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র শারদীয়া সংখ্যার উদ্বোধনী অনুষ্ঠান গতি পেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা এই কথাগুলো দিয়ে। তখন মঞ্চে উপস্থিত ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

রোববারের অনুষ্ঠানে ইন্দ্রনীল সেনের (Indranil Sen) সঙ্গে গলা মিলিয়ে গান ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, "এবছর ক্লাবগুলোকে ১ লক্ষ ১০ হাজার টাকাই নয়, বিদ্যুতের ৮০ শতাংশ মকুব করা হয়েছে। তাছাড়াও কলকাতা পুরসভার বিজ্ঞাপন খরচ, দমকল সবটাই নিখরচা করে দেওয়া হয়েছে। সবার পুজো ভাল কাটুক।"

গান নিয়েও এদিন বিশেষ মুহূর্ত তৈরি হল মঞ্চে। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন, এ বছর যে সংগীত অ্যালবামের উদ্বোধন হয়েছে, তার প্রতিটি গানের কথা ও সুরকার স্বয়ং মুখ্যমন্ত্রীর। এর উত্তরে হাসিমুখে মমতা বললেন, “আমি তো শিল্পী নই। ছোটবেলায় একটু গান শিখেছিলাম। আজও শুধু কথা আর সুর দিয়ে কিছু বলতে পারি। গলা খুবই খারাপ।”

তবে ইন্দ্রনীল সেন পাল্টা মন্তব্য করলেন, “রাজনীতির বাইরে উনি অসাধারণ গীতিকার, সুরকার। আবার ছবিও আঁকেন দারুণ।” শেষে মুখ্যমন্ত্রী স্বভাবসুলভ ভঙ্গিতে ইন্দ্রনীলকে বলেন, “তুমি গান ধরো, জাগো দুর্গা ধরো।”

এদিন মমতা বলার আগেই বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "এখন মহালয়ার সঙ্গে সঙ্গেই রাস্তায় ঠাকুর দেখতে নেমে পড়েন। প্যান্ডেলে প্যান্ডেলে যান। তার সঙ্গে সঙ্গে বাংলায় যত ক্লাব রয়েছে, তাদের এই অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ ১০ হাজার টাকা করে দিয়ে সাহায্য ও সহযোগিতা করেছেন। দুর্গাপুজোর প্রসার ঘটিয়েছেন। মহালয়া মানেই শুভ শক্তির আবির্ভাব এবং অশুভ শক্তির বিনাশ। আমি মায়ের কাছে প্রার্থনা করি সকলকে ভাল রাখুন। জয় হোক বাঙালির, জয় হোক বাংলার।"

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Today is Mahalaya. Several areas of the state are still wet in the last hours. Read Next

পুজোতেও নিম্নচাপের ভ্রু...