সনাতন ধর্ম ‘রক্ষার ডাক’, শুনানির মাঝেই প্রধান বিচারপতিকে জুতো ছুড়ে সাসপেন্ড আইনজীবী |
'মানবিকতা নেই প্রমাণ হয়ে গেছে, খগেন মুর্মুকে নিয়ে মিথ্যে বলেছেন', শুভেন্দুর নিশানায় মমতা
শুভেন্দুর নিশানায় মমতা
নাগরাকাটায় (Nagrakata) যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে অলআউট যাচ্ছে বিজেপি (BJP)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ইতিমধ্যে জানিয়েছেন, দ্রুত কাউকে গ্রেফতার না করা হলে তিনি আদালতে যাবেন। আর মঙ্গলবার বিকেলে আহত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে (Khagen Murmu) দেখে এসে তিনি ফের নিশানায় নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। শুভেন্দুর কথায় - তাঁর যে মানবিকতা নেই, এটা প্রমাণিত।
বিরোধী দলনেতা দাবি করেছেন, খগেন মুর্মুকে দেখতে এলেও আরেক আহত বিজেপি নেতা তথা বিধায়ক শঙ্কর ঘোষের (Shankar Ghosh) সঙ্গে দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, খগেন মুর্মুর চোট প্রসঙ্গ মিথ্যেও বলেছেন তিনি! শুভেন্দুর বক্তব্য, বিজেপি সাংসদকে দেখতে এসে মমতা জিজ্ঞেস করেছেন, 'লাগল কীভাবে?' কিন্তু তাঁর প্রশ্ন হওয়া উচিত ছিল, 'মারল কীভাবে আর কারা?' বিজেপি বিধায়ক বলেন, এই ধরনের মন্তব্য অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক।
শুভেন্দুর খোঁচা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্যজুড়ে শান্তি নষ্ট করছে। ২০২১ সালের ভোট পরবর্তী (2021 Post Poll Violence) সময় থেকে হিংসা শুরু হয়েছে, আজ নাগরাকাঁটা পর্যন্ত চলছে, ভবিষ্যতে আরও হবে। কিন্তু এতকিছুর পরও কেউ গ্রেফতার হচ্ছে না, ঘটনা রুখতে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিকে যিনি আহত তাঁকে নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মুকে দেখে বেরিয়ে বলেছিলেন, বিষয়টি গুরুতর নয়। কিন্তু শুভেন্দুর পাল্টা দাবি, ডাক্তারদের সঙ্গে তিনি কথা বলেছেন - তাঁরা জানিয়েছেন অত্যন্ত সঙ্গীন ব্যাপার, ৬ সপ্তাহ হাসপাতালে রেখে চিকিৎসা করতে হতে পারে বিজেপি সাংসদের। শুধু তাই নয়, প্রয়োজনে অস্ত্রপচারও হতে পারে তাঁর।
প্রসঙ্গত নাগরাকাটা ঘটনায় ইতিমধ্যে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকের বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গুন্ডাদের আশ্রয়দাতা, তাই ত্রাণ দিতে গিয়ে সাংসদ-বিধায়ক আক্রান্ত হওয়ার পরও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ করেনি। সে কারণেই এনআইএ তদন্ত চাওয়া।"