স্কুটিতে বেঁধে পথকুকুরকে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন ব্যক্তি
পথকুকুরের জন্য অতিষ্ট রাজধানীর লোকজন। সুপ্রিম কোর্ট সোমবার সমস্ত কুকুরকে দিল্লি এনসিআর থেকে সরিয়ে আশ্রয়স্থলে পাঠানোর নির্দেশ দেয়। দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ। সোশ্যাল মিডিয়ায় ওঠে নিন্দার ঝড়। কুকুর কামড়ায়, বাচ্চারা সুরক্ষিত নয় ইত্যাদি কারণ দেখিয়ে কুকুরকে ইতিমধ্যে কালপ্রিট বানিয়ে ফেলেছে দেশের একাংশ। কিন্তু এই পরিস্থিতিতেই উত্তরপ্রদেশের ঝাঁসিতে দেখা গেল ঠিক উল্টো চিত্র। চরম অত্যাচারের শিকার এক পথকুকুর।
রেলওয়ে কলোনি এলাকায় স্কুটিতে বেঁধে এক পথকুকুরকে টেনে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ঘটনাটি পুলিশকে জানিয়েছেন স্থানীয় কয়েকজন পশুপ্রেমী, যাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
প্রায় ৩০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দুই ব্যক্তি একটি স্কুটিতে। স্কুটির পিছনে লম্বা দড়ি দিয়ে বাঁধা কুকুরটি রাস্তায় ছটফট করছে, চিৎকার করছে, অথচ গাড়ি থামছে না। দৃশ্যটি দেখে আশপাশের মানুষ হতবাক।
ঘটনাস্থলে উপস্থিত কিছু পশুপ্রেমী এগিয়ে এসে প্রতিবাদ জানান এবং মোবাইলে সবটা রেকর্ড করেন। তাঁদের বাধার মুখে স্কুটি চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই কুকুর বাচ্চাদের কামড়াচ্ছিল, তাই আমরা নিয়ে যাচ্ছি।’
এর পরবর্তী পদক্ষেপে পুলিশ চিহ্নিত অভিযুক্তদের সঙ্গে কী করল, তা জানা যায়নি। তবে ছিঃ ছিঃ করছে সকলে।