রাত পোহালেই বাজারে ঢুকতে শুরু করবে বাংলাদেশের চওড়া পেটির ইলিশ! কত করে পড়বে দাম? |
যোগী-নীতীশ রাজ্য থেকে পরীক্ষা দিতে এলেন অনেকে, ডবল ইঞ্জিন সরকারকে তীব্র আক্রমণ ব্রাত্যর
ডবল ইঞ্জিন সরকারকে তীব্র আক্রমণ ব্রাত্যর
এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হল ১৪ সেপ্টেম্বর অর্থাৎ আজ। আবেদনকারীর মধ্যে ১৩ হাজার ৫১৭ জন ভিন রাজ্যের পরীক্ষার্থী। তাঁরা মূলত উত্তরপ্রদেশ ও বিহার থেকে এসেছিলেন। এনিয়েই ফের 'ডবল ইঞ্জিন সরকার' অর্থাৎ নাম না করে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
রবিবার পরীক্ষা শেষে সাংবাদিক বৈঠকে এসএসসিকে ধন্যবাদ জানান তিনি। তারপরই নাম না করে আক্রমণ করেন বিজেপিকে। ডবল ইঞ্জিন সরকার নিয়ে গালভরা যেসব মন্তব্য শোনা যায়, তা আদতে কতোটা ঠিক বা বাস্তব তা পরোখ করে নিতে বলেন তথ্য দিয়ে।
তথ্য বলছে, ৭ তারিখ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৩১ হাজার ৩৬২ জন বাইরের রাজ্য থেকে বাংলায় এসেছিলেন পরীক্ষা দিতে। সেক্ষেত্রেও প্রায় সকলেই যোগী ও নীতীশ রাজ্য থেকে। তারপরও কীভাবে ডবল ইঞ্জিন সরকার নিয়ে বড় বড় কথা বলেন নেতারা, প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী।
বলেন, 'ডবল ইঞ্জিন সরকারের সাফল্য বা ব্যর্থতা আসলে কতোটা, এই তথ্য থেকে আপনারা তার হিসাব পাবেন। বাংলা বরাবর সকলকে আপন করে নিল। মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বিভাজন করেন না। আমাদের রাজনৈতিক দলের লোকেরাও লাঠি নিয়ে তেড়ে যায়নি। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন! কোনও দিন পশ্চিমবঙ্গ নিয়ে কোনও বিতর্ক ছিল না। বিজেপি শাসিত রাজ্যে কেন গালাগাল দেওয়া হচ্ছে জানি না।'
আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রীর কথা, 'বাইরে থেকে আসলে আমরা চেষ্টা করব, তাঁরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।'
এনিয়ে বেশি শব্দ খরচ না করে, এবারের পরীক্ষায় স্বচ্ছতা রাখার চেষ্টা করার জন্য এসএসসিকে ধন্যবাদ জানান তিনি। বলেন, 'নির্দেশ দিয়েছিলাম পরীক্ষা যাতে স্বচ্ছ, ত্রুটিমুক্ত হয়। এর জন্য একাধিক পরিবর্তন আনা হয়েছিল। যাতে পরীক্ষাদের কাছেও সবটা পরিষ্কার থাকে।'