You will be redirected to an external website

শনিবার গুজরাটে মেগা ইভেন্ট, ৩৪ হাজার কোটিরও বেশি প্রকল্পের দরজা খুলছে মোদীর হাত ধরে

Prime Minister Narendra Modi is going to inaugurate several projects worth more than Rs 34,200 crore.

গুজরাটে মেগা ইভেন্ট

 ৩৪ হাজার ২০০ কোটি টাকারও বেশি একাধিক প্রকল্পের উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। বিশেষ নজর সমুদ্র খাতের একাধিক প্রকল্পের উপর। তাতে একাধারে বাণিজ্যের পরিধি যেমন বাড়বে, তেমনই জলপথে ভারতের শক্তিও আরও বেশ খানিকটা বাড়তে চলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের। 

শনিবার ভাবনগরে ‘সমুদ্র থেকে সমৃদ্ধি’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানেই উদ্বোধন করতে চলেছেন একগুচ্ছ প্রকল্পের। এখন গুজরাট থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেদিকে অবশ্যই নজর রয়েছে রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই এ বিষয়ে পিআইবি-র তরফে একটি বিবৃতি সামনে এসেছে। তাতেই এ বিষয়ে বিশদ বর্ণনা করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, সামুদ্রিক খাতের নানা প্রকল্পের উন্নয়নে নতুন করে জোর দিতে চাইছে সরকার। সে কারণেই শুধু সামুদ্রিক খাতে একাধিক প্রকল্পে ৭,৮৭০ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে যেমন একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন রয়েছে, তেমনই একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হবে। 

সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে জাহাজ নির্মাণ, বন্দর আধুনিকীকরণ, গ্রিন এনার্জি এবং উপকূলীয় যোগাযোগ ব্যবস্থার উন্নতির দিকেই। একইসঙ্গে তিনি লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স পরিদর্শন করবেন। এই কমপ্লেক্সটি প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা ব্য়য়ে নির্মিত হচ্ছে। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

A remote village in Munger district of Bihar. A housewife with four children struggled with extreme poverty. Read Next

খাটের তলায় চাষ শুরু করে আ...