You will be redirected to an external website

গল্প নয় সত‍্যি! পকেট পরোটা খ্যাত রাজুদার সঙ্গে দেখা হবে মেসির

‘Unlimited curry, three parathas and a boiled egg’. Does anyone remember? You guessed it, this is Rajuda, the famous paratha seller from Sealdah.

পকেট পরোটা খ্যাত রাজুদার সঙ্গে দেখা হবে মেসির

‘আনলিমিটেড তরকারি, তিনটে পরোটা আর একটা ডিম সেদ্ধ’। কারও কথা মনে পড়ছে কী? ঠিক ধরেছেন, ইনিই হলেন শিয়ালদার বিখ্যাত পরোটা বিক্রেতা রাজুদা। সেই কাকভোরে এসে যিনি এনআরএস হাসপাতালের সামনে পরোটা বিক্রি করেন। দুপুর গড়ানোর আগেই শেষ হয়ে যায় সব পরোটা। তাঁর পরোটা-তরকারির স্বাদ ও মিষ্টি ব্যবহারে দিলখুশ হয়ে যায় ক্রেতাদের। রাজুদার সঙ্গে এবার নাকি কলকাতায় এসে দেখা করবেন ফুটবলের যুবরাজ লিওনেল মেসি।

ফ্লুড ব্লগারদের কল্যাণে রাজুদাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সহজ-সরল চেহারা আর আন্তরিক কথাবার্তার জন্য রাজুদা নেটিজেনদের কাছে খুবই কাছের মানুষ। বিদেশেও পৌঁছে গিয়েছে তাঁর কথা। তবে দুষ্টু মানুষের তো অভাব হয় না। তাঁকে নিয়েও শুরু হয়েছে নানা মিম। 

সম্প্রতি একটি মিমে দেখা গিয়েছিল, রাজুদা মেসির হাতে তাঁর পরোটা তুলে দিচ্ছেন। এই নিয়ে বিস্তর হাসাহাসিও হয়েছে। তবে রাজুদার এই অপমান মেনে নিতে পারেননি মেসিকে ভারতে আনার প্রধান কারিগর শতদ্রু দত্ত। তিনি বাস্তবিকই চাইছেন রাজুদার সঙ্গে মেসির দেখা করাতে।

শতদ্রু দত্ত তাঁর ফেসবুকে পেজে রাজুদা ও মেসির মিমের ছবি পোস্ট করে লিখেছেন, “আমি এই ছবিটা দেখছি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। শুনলাম উনি পরোটা বিক্রি করেন। অনেকেই মজা করছে এই ছবিটা নিয়ে। কিন্তু আমার একটাই প্রশ্ন, কারওর বাবা তো তাঁকে টাকা দিচ্ছে না। আমি কখনও কোনও কাজকে ছোট মনে করি না। আর যাঁরা নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চান, তাঁদের তো একদমই নই। যাইহোক একটা কথা দিলাম। এই ছবিটা আমি বাস্তব করব। ইনি মেসির সঙ্গে দেখা করবেন। আমি করাব।” 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Significant progress has been made in the relief and reconstruction activities that have been ongoing for several days in the flood and landslide-affected districts of North Bengal. Read Next

জোরকদমে চলছে উত্তরবঙ্গক...