প্রতিকী ছবি
ফের ভিনরাজ্যে বলি পরিযায়ী শ্রমিক। কেরলে কাজ করতে গিয়ে মৃত্যু হল আলিপুরদুয়ারের এক যুবকের। মৃত শ্রমিকের নাম আবুল হোসেন, বয়স ২৭ বছর। জানা গিয়েছে, আলিপুরদুয়ার ফালাকাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার শেষ সীমানায় বাড়ি ওই যুবকের। গত ২৭ জুলাই কেরলে কাজ করতে যান ওই যুবক। সেখানে রং মিস্ত্রির কাজ করতেন। শুক্রবার কেরলের কত্তাকাল থানার অধীন একটি ঝোপ থেকে আবুল হোসেনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই ওই যুবকের পরিবার কেরলে গিয়ে মৃতদেহ শনাক্ত করেছে। রবিবার সেখানেই আবুলের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে।
মাত্র কয়েকদিন আগে কেরলে কাজ করতে গিয়ে এমন রহস্যমৃত্যুর ঘটনায় ঘোর সন্দেহ পরিবারের। মৃত যুবকের কাকা আমিনুল হক বলেন, “হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি আমরা। এটি একটি খুনের ঘটনা। কারা ওকে খুন করল, তা তদন্ত করছে পুলিশ। আমরা ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত দাবি করছি।”
এদিকে, আবুলের মৃত্যুর বিষয়টি জানাজানি হতেই ফালাকাটায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে রবিবার ওই পরিবারে গিয়ে মৃত যুবকের স্ত্রীর সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ফালাকাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভগীরথ মণ্ডল বলেন, “পরিবারটি খুবই দরিদ্র। আমরাও খোঁজখবর নিচ্ছি। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের নিগ্রহের ঘটনা ঘটছে। এক্ষেত্রেও তেমন কিছু হয়েছে কিনা তা খোঁজ নিচ্ছি।”
সম্প্রতি ভিনরাজ্যে বাংলা ভাষা ও বাঙালির উপর হেনস্তার অভিযোগে দেশজুড়ে তরজা তুঙ্গে। বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে এধরনের অভিযোগ বেশি এসেছে। তার মাঝে কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুতে অত্যাচার নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।