You will be redirected to an external website

‘মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে ভোটের পর বাংলায় শান্তি ফেরে’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করে বললেন শাহ

Union Home Minister Amit Shah always inaugurates the puja of BJP councilor Sajal Ghosh. Two years ago, i.e. in 2023

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করে বললেন শাহ

বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বরাবরই উদ্বোধন করে থাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’বছর আগে অর্থাৎ ২০২৩ সালে রামমন্দির থিম করেছিল সন্তোষ মিত্র স্কোয়ার। সেই সময়ও শাহ উদ্বোধন করেছিলেন। দু’বছর পর এবার ফের একবার সজলের পুজো উদ্বোধনে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত ছাড়াও এ দিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তাপস রায়।

এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ‘অপারেশন সিঁদুর’। ডকুমেন্ট্রির মাধ্যমে খুব সুন্দর করে সেই থিম ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে। অপারেশন সিঁদুরে কীভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল ভারতীয় সেনা, সেটাই তুলে ধরা হয়েছে। এদিন মোমবাতি জ্বালিয়ে দুর্গামায়ের আরতিও করেন তিনি। মণ্ডপ থেকে অমিত শাহ কী বললেন তা একনজরে।

  1. বাংলার দুর্গাপুজো কতটা জনপ্রিয়: ‘আমি দেশবাসী ও বাঙালিদের দুর্গাপুজোর শুভেচ্ছা জানাচ্ছি। নবরাত্রিতে ন’দিন যাবত মায়ের পুজো এখন পুরো বিশ্বে চর্চিত। আর বাংলার এই দুর্গাপুজোর ঐতিহ্য গোটা বিশ্ব দেখে। ন’দিন ধরে পুরো বাংলা শক্তি পুজো করে।’
  2. দুর্গার কাছে প্রার্থনা: ‘আমিও এই মণ্ডপে মায়ের পুজো করলাম। মায়ের সামনে প্রার্থনা করলাম, ভোটের পর বাংলা এমন সরকার তৈরি হোক যে সোনার বাংলা গড়তে পারে। আমাদের বাংলায় আবারও শান্তি ফিরে আসুন। রবীন্দ্রনাথের কল্পনার বাংলা যেন আমরা বানাতে পারি।’
  3. বিদ্যাসাগরকে শ্রদ্ধাঞ্জলি: ‘আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জয়ন্তী। উনি তো এক সময় শিক্ষার জন্য যা করেছেন তা কেউ ভুলতে পারবে না। বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, আর এখানকার মহিলাদের শিক্ষার জন্য উনি নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন। তাই আমি ওঁকে মন থেকে প্রণাম করছি।’
  4. বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের উদ্দেশ্যে বার্তা: ‘দুর্গাপুজোর শুরুতেই বৃষ্টি হয়েছে। এখানে ১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রইল।’

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...