You will be redirected to an external website

প্রাথমিকে নিয়োগ মামলায় ইডি হাজিরা এড়ালেন মন্ত্রী চন্দ্রনাথ

Minister Chandranath avoids ED appearance in primary recruitment case

মন্ত্রী চন্দ্রনাথ সিংহ

হাজিরা এড়ালেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহকে ইডি হাজিরার নির্দেশ দেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও চন্দ্রনাথ যাননি। সূত্রের খবর, তিনি তাঁর বোলপুরের বাড়িতেই রয়েছেন। অর্থাৎ, এই নিয়ে দ্বিতীয় বার ইডি-র হাজিরা এড়ালেন মন্ত্রী।

বৃহস্পতিবার চন্দ্রনাথের কাছ থেকে মন্ত্রী এবং তাঁর পরিবারের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্যের নথি চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারীরা। কিন্তু চন্দ্রনাথ হাজিরা দিতে যাননি। এ বারেও তিনি ইডি-র কাছে সময় চেয়েছেন বলে খবর। তবে সূত্রের খবর,  ইডিকে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার যেতে না পারলেও তিনি সমস্ত নথিপত্র গোছাচ্ছেন। শীঘ্রই তিনি কেন্দ্রীয় তদন্তকারী দলের কাছে হাজিরা দিতে পারেন।

ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে। উল্লেখ্য, এর আগে গত সপ্তাহের শুক্রবার চন্দ্রনাথকে ডেকে পাঠিয়েছিল ইডি। তাতে সাড়া দেননি মন্ত্রী। চন্দ্রনাথের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। সেই সময় মন্ত্রীর মোবাইল বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সেই ফোনটি খোলার জন্যই গত শুক্রবার চন্দ্রনাথকে তলব করা হয়েছিল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি। এর পর গত ২৮ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথকে দ্বিতীয় বার নোটিস পাঠানো হয়। ৩১ জুলাই, বৃহস্পতিবার ডেকে পাঠানো হয় তাঁকে। কিন্তু এ বারেও হাজিরা এড়ালেন মন্ত্রী। পর পর দু’বার হাজিরা এড়ানোর পর চন্দ্রনাথের বিরুদ্ধে কোন পথে হাঁটবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটাই এখন দেখার।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Shardiya donation increased by 1 lakh 10 thousand, Mamata 'gifts' to committees during Durga Puja Read Next

শারদীয়া অনুদান বেড়ে ১ ল...