You will be redirected to an external website

লক্ষ্মীর ভাণ্ডারকে ‘ভিক্ষে’ বললেন মিঠুন, জবাব দিল তৃণমূল

Mithun calls Lakshmi Bhandar a 'beggar', Trinamool responds

লক্ষ্মীর ভাণ্ডারকে ‘ভিক্ষে’ বললেন মিঠুন, জবাব দিল তৃণমূল

 ছাব্বিশের ভোট বৈতরণী পেরতে তৃণমূলের অন্যতম হাতিয়ার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। চব্বিশের লোকসভা ভোটে ভাল ফলের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেই তুলে ধরেছিলেন রাজ্যের শাসকদলের নেতারা। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ‘ভিক্ষে’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বর্তমানে রাজ্য সরকার চালু করেছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। তারও সমালোচনা করলেন মিঠুন।

বুধবার বাঁকুড়ায় একটি বেসরকারি লজে বিজেপির কর্মী সম্মেলনে অংশ নেন মিঠুন। সেই কর্মী সম্মেলন শেষে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। যে ভিডিয়োতে মিঠুন চক্রবর্তীকে মাইক হাতে বলতে শোনা যাচ্ছে, “আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মীর ভাণ্ডার এইসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি। কোনও ভিক্ষে নিয়ে কোনও কাজ করবেন না। সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়ব আমরা। এসব ভিক্ষে নিয়ে লড়ার, কাজ করার দরকার নেই। এসব ভিক্ষে ছাড়া কিছু নয়।”

 

মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন জেলা বিজেপি নেতা কর্মীরা। বিজেপির নেতা কর্মীদের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্প দিয়ে আসলে রাজ্যের মানুষকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার। বিভিন্ন প্রকল্প শুধু নিলেই হবে না তার বাস্তবায়ন দরকার। এই কথাই বোঝাতে চেয়েছেন মিঠুন চক্রবর্তী।

তৃণমূল ও সিপিএম এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় বলেন, মানুষের জন্যই মিঠুন চক্রবর্তী অভিনয় জগতে আজ এই জায়গা পেয়েছেন। এসব বলে তিনি বাংলার মানুষকে অপমান করছেন।

সিপিএম-র রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায় বলেন, “মিঠুন চক্রবর্তী কোন দলে আছেন সেটাই বোঝা মুশকিল। আসলে তৃণমূল ও বিজেপি ভেতরে সেটিং থাকলেও বাইরে এভাবে একে অপরের সঙ্গে লড়াই করছে। মানুষ সব বুঝতে পারছে।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Some people showing black flag to BJP Leader Suvendu Adhikari Read Next

কনভয় ঢুকতেই ডানকুনিতে ক...