বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনায় মন্তব্য মিঠুনের
প্রাক্তন সাঁতারু ও পদ্মশ্রী প্রাপক বুলা চৌধুরীর বাসভবন ‘সুন্দর বাড়ি’-তে চুরির ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্যজুড়ে। ঘটনার পর ভুলে চৌধুরী জানান, তাঁর পেশাজীবনের সমস্ত পদক একটি আলমারিতে রাখা ছিল। সেখান থেকেই সব পদক চুরি হয়ে গেছে। এই ঘটনায় শুক্রবার চুরি হওয়া পদক নিয়ে শোক প্রকাশ করেছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও (Mithun Chakraborty)।
প্রসঙ্গত, ঘটনাটির পর বুলা চৌধুরী জানিয়েছেন নিয়মিতভাবে হিন্দমোটরের বাড়িতে থাকেন না তিনি। শুক্রবারও তিনি কলকাতার বাড়িতে ছিলেন। ফাঁকা বাড়ি থেকে পদ্মশ্রী স্মারকসহ সমস্ত পদক চুরি হয়ে যাওয়ায় এদিন সংবাদমাধ্যমের সামনে কথা বলতে বলতে কেঁদে ফেলেন তিনি। বুলার দাদা-বৌদির অভিযোগ, ওই বাড়িতে আগেও তিন বার চুরি হয়েছে।
ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল, এসিপি আলি রাজা, ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস প্রমুখ শুক্রবারই বুলার বাড়িতে পৌঁছান। পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও সিআইডির ফরেন্সিক ও ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ এবং ছবি তোলা হয়।উল্লেখ্য, অভিযোগের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে চোরকে। রবিবার শ্রীরামপুর ডিসিপি অফিসে সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, চুরি যাওয়া সমস্ত পদক উদ্ধার করা হয়েছে এবং প্রাক্তন সাঁতারুর হাতে খুব শীঘ্রই সেগুলো তুলে দেওয়া হবে।