You will be redirected to an external website

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে হাজির বিধায়ক! ঝাড়গ্রামের মানুষের সমাধানের আশ্বাস

MLA present in the school ‘Read our solution’! Hope of solution for the people of Jhardha village

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে হাজির বিধায়ক

দহবাড় প্রাথমিক বিদ্যালয়ে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে হাজির বিধায়ক,জনসমস্যা সমাধানে আশ্বাস বিধায়কের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় রাজ্যজুড়ে চলমান “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচির অঙ্গ হিসেবে  ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ গ্রাম পঞ্চায়েতের দহবাড় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ শিবির।

এদিন শিবিরে এলাকার সাধারণ মানুষের নানা সমস্যা শোনেন এবং মতবিনিময় করেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো। পাশাপাশি উপস্থিত ছিলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, ব্লকের বিডিও রোহন ঘোষ, সহ-সভাপতি যজ্ঞেশ্বর মাহাতো, কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো, লাউদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দনা খাঁটুয়া সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।

শিবিরে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বুথে বসে জনসাধারণের সমস্যার নথিভুক্তিকরণ ও আবেদন গ্রহণ করেন। গ্রামবাসীরা রাস্তার উন্নয়ন, ড্রেন সংস্কার, কৃষকবন্ধু প্রকল্প সহ বিভিন্ন জনসেবা বিষয়ক সমস্যার সমাধানের জন্য আবেদন জানান।

বিধায়ক ও প্রশাসনিক কর্তারা এদিন উপস্থিতদের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরিবেশ সচেতনতার বার্তা দিতে চারা গাছ বিতরণ করেন। জানা গেছে, প্রতিটি শিবিরের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা প্রাথমিকভাবে এলাকার জরুরি সমস্যার সমাধানে ব্যয় করা হবে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে জানান, সরকারের এই কর্মসূচি গ্রামাঞ্চলের মানুষকে সরাসরি সমস্যা জানানোর সুযোগ দিচ্ছে এবং সমাধানও দ্রুত মিলবে বলে তারা আশাবাদী।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

60 year old bridge in Arambag broken, fear of disconnection with five districts Read Next

আরামবাগে ভাঙল ষাট বছরের ...