মহাষ্টমীতে চিত্তরঞ্জন পার্কের পুজোয় মোদী!
দুর্গাপুজোয় (Durga Puja) মেতেছে গোটা দেশ। বাংলার বাইরেও একাধিক প্রান্তে সাজেছে পুজো মণ্ডপ।
তারই মাঝে মহাষ্টমীর দিন (Mahashtami) মঙ্গলবার রাতে দিল্লির চিত্তরঞ্জন পার্কে (Delhi Chittaranjan Park) হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi, Prime Minister)। শুধু পুজো মণ্ডপ ঘুরেই দেখেননি, নিজে আরতিও করেন তিনি।
পরিদর্শন শেষে এক্স-এ বাংলায় ও ইংরেজিতে মোদী লেখেন, “আজ মহা অষ্টমীর পুণ্যদিনে, আমি দিল্লির চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোয় অংশ নিতে গিয়েছিলাম। চিত্তরঞ্জন পার্ক, বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সমাজের ঐক্য ও সাংস্কৃতিক প্রাণময়তার প্রকৃত রূপ ফুটে ওঠে এই অনুষ্ঠানগুলিতে। সকলের সুখ ও কল্যাণের জন্য প্রার্থনা করেছি আমি।”
প্রসঙ্গত, বছর চারেক আগে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’-এর তকমা পেয়েছে। সম্প্রতি ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী দাবি করেন, কেন্দ্রীয় সরকারের উদ্যোগেই এই আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছিল। তাঁর বক্তব্য, “আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি যদি বিশ্বব্যাপী স্বীকৃতি পায়, তা হলে গোটা দুনিয়া সেগুলি জানবে, বুঝবে এবং অংশগ্রহণেও এগিয়ে আসবে।”
যদিও মোদীর ওই দাবি তৎক্ষণাই খারিজ করে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে দুর্গাপুজো নিয়ে মোদীর টুইট সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়তেই বাংলার শাসকদলের তরফ থেকে ধেয়ে এসেছে তীব্র কটাক্ষ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "এতই যদি বাঙালি প্রেম তাহলে ভিন রাজ্যে বাংলায় কথা বলার জন্য বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে কেন? আসলে বছর ঘুরলে ভোট, তাই এই বাঙালি প্রেম!" জবাবে পদ্মশিবির কী বলে, এখন সেটাই দেখার।