ভোটের মুখে বিহারবাসীর জন্য সুখবর দিলেন মোদী
১২৬ তম 'মন কি বাত'-এ শহিদ ভগৎ সিং এবং লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভগৎ সিংকে স্মরণ করে বললেন, 'ভগৎ সিং প্রতিটি ভারতীয়ের, বিশেষ করে যুবকদের কাছে বিরাট অনুপ্রেরণা।র দেশসেবা করতে গিয়ে তিনি যে সাহস দেখিয়েছিলেন, তা আমাদের সকলের কাছে দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে।' মোদী আরও জানান, ভগৎ সিং ফাঁসির আগে ব্রিটিশদেরকে চিঠি লিখে জীবন শেষ করার অনুরোধ করেছিলেন, এ কথা আমরা কোনওদিন ভুলব না।
লতা মঙ্গেশকরের জন্মবার্ষিকী স্মরণ করেন মোদী এদিন। বলেন, 'লতা দিদির গান মানুষের আবেগকে স্পন্দিত করে। দেশাত্মবোধক গানগুলি বিশেষভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। আমার সঙ্গে লতা দিদির বিশেষ সম্পর্ক ছিল, প্রতি বছর তিনি আমাকে রাখি পাঠাতেন।‘জ্যোতি কলস ছলকে’ গানটি আমার ভীষণ প্রিয়।'
এই দুজন ছাড়াও প্রধানমন্ত্রী এদিন দু’জন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তার সাহসিকতার কথা তুলে ধরেন, যারা ‘নাবিকা সাগর পরিক্রমা’-তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিহারে ভোট আসন্ন। তার আগেই বিহারবাসীর জন্য সুখবর দিলেন মোদী। এদিন তিনি জানান, ঐতিহ্যবাহী ছট উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। বলেন, 'ছটকে ইউনেস্কোর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। সূর্য দেবতার এই পুজো এখন বিশ্বের নানা দেশে পরিচিতি পাচ্ছে।'
মোদীর এই ঘোষণার পরই উচ্ছ্বসিত বিহারের একাংশ। অনেকেই প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। জানিয়েছেন, ছট পুজোর আগে এমন ঘোষণা তাঁদের উৎসবকে আরও আনন্দময় করবে।
এদিন প্রধানমন্ত্রী হস্তশিল্প ও হ্যান্ডলুম নিয়ে আলোচনা করেন। খাদির গুরুত্ব বোঝান। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে খাদি পণ্য কেনার আহ্বান জানিয়ে বলেন, 'খাদির মাধ্যমে স্বদেশী চিন্তা শক্তিশালী হবে। গত কয়েক বছরে খাদির প্রতি দেশের মানুষের আগ্রহ বেড়েছে। #VocalforLocal ব্যবহার করে সবাই খাদি সমর্থন করুন।' এক্ষেত্রে উদাহরণ হিসেবে তামিলনাড়ুর ‘ইয়াজ ন্যাচারালস’ এবং ঝাড়খণ্ডের ‘জোহরগ্রাম’ ব্র্যান্ডের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।