ডিসেম্বরে বঙ্গে মোদীর একের পর এক জনসভা
ভোটের তারিখ (Voter Card) ঘোষণা এখনও দূরে। কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গে (West Bengal Election) কার্যত নির্বাচনী তাপমাত্রা বাড়িয়ে দিতে তৈরি বিজেপি (BJP)। ডিসেম্বর থেকেই রাজ্যে শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) একের পর এক জনসভা। শুধু মোদী-অমিত শাহের ‘হাই-প্রোফাইল’ সভাই নয়, পুনরায় মাঠে নামছে দলের পুরনো প্রচারমুখ— রথযাত্রা। দলীয় সূত্র বলছে, রাজ্যের পাঁচটি অঞ্চল থেকে শুরু হবে পাঁচটি পৃথক রথযাত্রা।
ডিসেম্বরে মোদীর বাংলা সফর
সংসদের শীতকালীন অধিবেশনের মধ্যেই মোদীর প্রথম সভা আয়োজনের পরিকল্পনা করছে বিজেপি। অধিবেশন চলবে ১ থেকে ১৯ ডিসেম্বর। ওই সময়ের মধ্যেই কোনও শনিবার বা রবিবার প্রধানমন্ত্রী বাংলায় আসতে পারেন। বিজেপির দাবি, ডিসেম্বর থেকে ভোট পর্যন্ত মোদী ১৪–১৫টি জনসভা করবেন।
দলের এক রাজ্য নেতার কথায়, “সম্ভাবনাময় মানে শুধু জেতা আসন নয়। যেখানে আমরা অল্পে হেরেছি বা সামান্য উৎসাহ দিলেই ফল ঘুরে দিতে পারে— সেগুলিই টার্গেট।” প্রতিটি সভার আওতায় ৪–৫টি বিধানসভা আসন রাখা হবে।
নদিয়ায় হতে পারে প্রথম সভা
গত কয়েক মাসে মোদী আলিপুরদুয়ার, দুর্গাপুর ও দমদমে সভা করেছিলেন। এরপর রানাঘাট বা তার আশপাশে একটি সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়। এবার নতুন সিরিজের জনসভা হয়তো রানাঘাট থেকেই শুরু হতে পারে— এই নিয়ে রাজ্য বিজেপির একাংশের জল্পনা। তবে দিন-তারিখ এখনও ঠিক হয়নি।
পাঁচ অঞ্চল থেকে পাঁচ রথ
রথযাত্রার সূচি চূড়ান্ত করতে খুব শিগগিরই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এখানেই রথযাত্রার দিনক্ষণ ঠিক হওয়ার সম্ভাবনা।
বিজেপির পাঁচ সাংগঠনিক জ়োন— উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, নবদ্বীপ, কলকাতা, হাওড়া-হুগলি-মেদিনীপুর। এই পাঁচ অঞ্চল থেকেই রওনা হবে পাঁচটি ‘রথ’। প্রতিটি রথের উদ্বোধনে থাকতে পারেন কেন্দ্রীয় নেতারা।
২০২১ সালের নির্বাচনেও এই পাঁচ অঞ্চলকেই কেন্দ্র করে রথযাত্রা করা হয়েছিল। তবে এবারের রথ আরও আধুনিক, সুবিধাসম্পন্ন, বাস-আকৃতির ‘মডুলার রথ’ হতে পারে বলে সূত্রের ইঙ্গিত।
হাই-কম্যান্ডের চূড়ান্ত অনুমোদন অপেক্ষায়
এখনও পর্যন্ত বিজেপি রথযাত্রা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পরেই জানা যাবে দিনক্ষণ ও রুটম্যাপ। তবে যে কোনও মুহূর্তেই প্রচার-পর্বে বড় ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে।