You will be redirected to an external website

BJP ক্ষমতায় এলেই মাসে ৫০০০ টাকা করে ভাতা! বিধানসভা নির্বাচনের আগে বিরাট প্রতিশ্রুতি শুভেন্দুর

Monthly allowance of Rs 5000 if BJP comes to power! Subhendu makes a big promise before the assembly elections

BJP ক্ষমতায় এলেই মাসে ৫০০০ টাকা করে ভাতা!

শিওরে বিধানসভা নির্বাচন। বছর ঘুরলেই ভোট। মুখ্যমন্ত্রীর সিংহাসনকে পাখির চোখ করে ভোটযুদ্ধ প্রায় শুরু। পায়ের তলার মাটি শক্ত করতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষ। এই আবহেই এবার বড় প্রতিশ্রুতি দিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বুধবার এক জনসভা থেকে বিরোধী দলনেতার ঘোষণা, বিজেপি (BJP) ক্ষমতায় এলে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। বুধবার কাঁচড়াপাড়ায় বিজেপির কন্যা বাঁচাও মিছিলের শেষে শুভেন্দুর প্রতিশ্রুতি, বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মাসে মাসে ৫০০০ টাকা ভাতা পাবেন রাজনৈতিক আন্দোলনে জেলে যাওয়া নেতা-কর্মীরা।

বিরোধী দলনেতা বলেন, ‘তৃণমূল সরকার যাদের মিথ্যা মামলার দায়ে জেলে পাঠিয়েছে, তাঁদের প্রতি অন্যায় হয়েছে। আমরা ক্ষমতায় এলে মাসিক সংগ্রামী ভাতা দিয়ে সেই অবিচারের প্রতিকার করব।” এছাড়াও বিজেপি দলের শহিদ পরিবারগুলির দায়িত্ব নেওয়ার কথা বলেন শুভেন্দু। তাঁর কথায়, “শহিদ পরিবারদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

জোর গলায় শুভেন্দু আরও বলেন, ‘শুধু পরিবর্তন নয়, বদল হবে। যারা অন্যায় করেছে, সুদে-আসলে শাসক দলকে সবটা ফেরত দিতে হবে। জনগণ ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনলে এই প্রতিশ্রুতি কাগজে থাকবে না, বাস্তবায়ন হবে বলেও ঘোষণা করেছেন শুভেন্দু।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

'Gold' mixed with tea, rose petals! One lakh tea bags are being made in Bengal Read Next

চায়ে মেশানো ‘গোল্ড’, গোল...