You will be redirected to an external website

মহুয়ার সঙ্গে ঝামেলার মধ্যেই মোদীর পাশে খোশ মেজাজে সাংসদ, এবার দলবদলের জল্পনা নিয়ে বড় ঘোষণা কল্যাণের

MP in a happy mood by Modi's side amidst trouble with Mahua, now Kalyan makes a big announcement regarding speculation of party change

মহুয়ার সঙ্গে ঝামেলার মধ্যেই মোদীর পাশে খোশ মেজাজে সাংসদ

এদলের মধ্যে তাঁকে নিয়ে বিতর্ক তুঙ্গে। সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে বিবাদের জেরে বারংবার চর্চার কেন্দ্রে উঠে আসছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। দুজনের মধ্যে আদায়-কাঁচকলায় সম্পর্ক রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। র মাঝেই হঠাৎ কল্যাণের (Kalyan Banerjee) একটি ছবিতে নতুন জল্পনা শুরু হয়েছে দলের অভ্যন্তরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে তাঁর হাসিমুখে দাঁড়ানোর ছবি দেখে জোরালো হয় দলবদলের গুঞ্জন।

সোমবার যখন SIR ইস্যুতে নির্বাচন কমিশনে মিছিলের কর্মসূচি পালন করছেন বিরোধী দলের সাংসদরা, সেখানে কল্যাণের অনুপস্থিতি জল্পনা বাড়িয়েছিল। তিনি না থাকলেও উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া। অথচ বিরোধী দলের কর্মসূচিতে যোগ না দিলেও কল্যাণ (Kalyan Banerjee) কিন্তু তখন ছিলেন রাজধানীতেই।এদিকে কর্মসূচিতে যোগ না দিয়ে প্রধানমন্ত্রীর পাশে ছবি তোলায় প্রশ্নের মুখে পড়েছেন কল্যাণ। দলবদলের জল্পনা তুঙ্গে উঠতেই এবার অবস্থান স্পষ্ট করলেন শ্রীরামপুরের সাংসদ। যে ছবিটিকে নিয়ে এত প্রশ্ন, বিতর্ক, সেটাই শেয়ার করে দলবদলের জল্পনা নিয়ে মুখ খুললেন কল্যাণ (Kalyan Banerjee)।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দলীয় কর্মসূচিতে না থাকার কারণ জানিয়েছেন তিনি। সাংসদ লিখেছেন, ‘আমি সংসদীয় ভবন কমিটির সদস্য গত ২০১৪ সাল থেকে। আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ( অধিকাংশ প্রস্তাব আমার ছিল) বাবা খড়গ সিং মার্গে নব নির্বাচিত সাংসদদের জন্য ১৮৪টি ফ্ল্যাট নির্মিত হয়, কারণ তাঁদের বসবাসের জন্য বাংলো সংখ্যায় অনেক কম ছিল। কাজটি খুব সহজ ছিল না,অনেক পরিশ্রমের পরে কাজটি সম্পন্ন হয়েছে এবং গতকাল তার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।’তিনি আরও লেখেন, ‘সকাল ১০ টায় এই উদ্বোধন অনুষ্ঠান হয় এবং ১০.৩০ টায় আমি অনুষ্ঠান স্থল থেকে সুপ্রীম কোর্টে যাই, যেখানে আমাদের দল SIR কে চ্যালেঞ্জ করে যে মামলা করেছে তার সওয়াল করি এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কেস টি ছিল সেটি OBC সংক্রান্ত। এই দুটি মামলার কারণে নির্বাচন কমিশনের সামনে SIR এর বিরুদ্ধে ধর্নায় অনুপস্থিত ছিলাম’। এরপরেই কটাক্ষের সুরে তিনি লেখেন, তাঁর বিরোধী অনেকেই সমালোচনা করবেন বলে তৈরি থাকেন। কিন্তু দল এবং মমতার প্রতি তাঁর আনুগত্য সারাজীবন থাকবে বলে মন্তব্য করেন কল্যাণ।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

'I killed 2800 dogs by feeding them poison,' Janata Dal leader Bhoje Gowda makes explosive claim Read Next

'২৮০০ কুকুরকে বিষ খাইয়ে ম...