বার বার কলিং বেল বাজানোয় রেগে গেলেন মুম্বইয়ের ব্যক্তি
মুম্বইয়ের লোয়ার প্যারোলে এক ডেলিভারি বয়ের বারবার কলিংবেল বাজানোতে বিরক্ত হয়ে এয়ারগান চালালেন ব্যক্তি। তবে গুলি শূন্যে ছোঁড়া হয়েছিল, ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্তের নাম সৌরভ কুমার অবিনাশ কুমার সিং (৩৫)। স্থানীয় একটি দোকান থেকে তিনি ফোনে ওষুধ অর্ডার করেছিলেন। কিন্তু পরে দাবি করেন, ডেলিভারি বয় যে প্যাকেট নিয়ে এসেছেন তা ভুল। সেই নিয়েই শুরু হয় তর্কাতর্কি। এরপরই ক্ষিপ্ত হয়ে এয়ারগান দিয়ে গুলি চালান তিনি।
অভিযোগকারী ডেলিভারি বয়ের দাবি, প্যাকেট ফেরত নিতে অস্বীকার করার পাশাপাশি অভিযুক্ত বারবার দরজার বেল বাজাতে থাকেন, তাতেই ক্ষুব্ধ হন তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত ও ডেলিভারি বয় দু’জনকেই থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।
জেরায় সৌরভ স্বীকার করেন, তিনি সত্যিই ওষুধ অর্ডার করেছিলেন। তবে ডেলিভারি বয়ের ব্যবহারে রেগে যান।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।