ফুটবল খেলা নিয়ে বচসা, শিক্ষককে মারধরের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা |
ডায়গনস্টিক সেন্টারের কর্মীর রহস্য মৃত্যু, অফিসেই উদ্ধার ঝুলন্ত দেহ
বেসরকারি ডায়গনস্টিক সেন্টার
ডায়গনস্টিক সেন্টারের কর্মীর রহস্য মৃত্যু।অফিসেই ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় রহস্য ঘোরাফেরা করছে। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের দাবীতে বিক্ষোভ। তদন্তে পুলিশ।
জলপাইগুড়ি হাকিমপাড়ায় থাকা একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম রাহুল ঝাঁ ( ২৮)।শনিবার রাতে ওই সেন্টারের একটি কক্ষে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই কর্মী। তাঁদের দাবি, এই মানসিক চাপই যুবককে চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার।
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এদিন রাতে মৃত কর্মীর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ওই ডায়াগনস্টিক সেন্টারের সামনে বিক্ষোভ দেখান। এনিয়ে সাংবাদিকরা কেন্দ্রটির সঙ্গে যোগাযোগ করতে গেলে দেখা যায় গেটে তালা ঝুলছে। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে সেন্টার সিল করে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে মানসিক নির্যাতনের অভিযোগ সত্যি কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।