You will be redirected to an external website

সংরক্ষণে নতুন আশার আলো, সিকিমে দুই লাল পাণ্ডার জন্ম

New hope for conservation, two red pandas born in Sikkim

সদ্যজাত লাল পান্ডা

আট বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সিকিমের হিমালয়ান জুলজিক্যাল পার্কে জন্ম নিল দুটি লাল পাণ্ডা শাবক। ২০২৫ সালের ১৫ জুন প্রথমবার মা হওয়া মিরাক শাবক দুটির জন্ম দেয়। বাবা লাকি (দ্বিতীয়) — নামের মতোই ভাগ্যবান — এই সাফল্যের অন্যতম নায়ক।

ভারতের প্রাচীনতম লাল পাণ্ডা সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত এই পার্কে দীর্ঘদিন প্রজনন ব্যর্থতা ও ক্যানাইন ডিসটেম্পারের প্রভাবে একের পর এক বিপর্যয় নেমে এসেছিল। নতুন দুই শাবকের আগমন তাই সংরক্ষণ প্রচেষ্টায় এক বিরল সাফল্য ও নতুন আশার সঞ্চার করেছে।

অভ্যাসগতভাবে লাল পাণ্ডা বাবারা ছানার লালনপালনে অংশ নেন না। কিন্তু এবারে দেখা গেছে, বাবা লাকি নিজে মায়ের সঙ্গে বাসা তৈরিতে সাহায্য করেছে — যা প্রজাতিটির আচরণে এক বিরল ও আনন্দদায়ক দৃষ্টান্ত।

তবে এই মুহূর্তে দর্শনার্থীদের জন্য শাবক দুটিকে প্রদর্শন করা হবে না। তারা পার্কের নিরাপদ সংরক্ষণ এলাকায় থাকবে যতদিন না বাইরের পরিবেশে মানিয়ে নেওয়ার মতো শক্তি অর্জন করছে।

বর্তমানে লাল পাণ্ডা বিপন্ন প্রজাতির তালিকায়। পূর্ব হিমালয়ের এই বিরল প্রাণীর জন্ম শুধু পার্ক নয়, পুরো সংরক্ষণ জগতের জন্যই এক আশার আলো।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Protest by planting rice trees on the road demanding roads Read Next

রাস্তার দাবিতে ধান গাছ র...