সদ্যজাত লাল পান্ডা
আট বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সিকিমের হিমালয়ান জুলজিক্যাল পার্কে জন্ম নিল দুটি লাল পাণ্ডা শাবক। ২০২৫ সালের ১৫ জুন প্রথমবার মা হওয়া মিরাক শাবক দুটির জন্ম দেয়। বাবা লাকি (দ্বিতীয়) — নামের মতোই ভাগ্যবান — এই সাফল্যের অন্যতম নায়ক।
ভারতের প্রাচীনতম লাল পাণ্ডা সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত এই পার্কে দীর্ঘদিন প্রজনন ব্যর্থতা ও ক্যানাইন ডিসটেম্পারের প্রভাবে একের পর এক বিপর্যয় নেমে এসেছিল। নতুন দুই শাবকের আগমন তাই সংরক্ষণ প্রচেষ্টায় এক বিরল সাফল্য ও নতুন আশার সঞ্চার করেছে।
অভ্যাসগতভাবে লাল পাণ্ডা বাবারা ছানার লালনপালনে অংশ নেন না। কিন্তু এবারে দেখা গেছে, বাবা লাকি নিজে মায়ের সঙ্গে বাসা তৈরিতে সাহায্য করেছে — যা প্রজাতিটির আচরণে এক বিরল ও আনন্দদায়ক দৃষ্টান্ত।
তবে এই মুহূর্তে দর্শনার্থীদের জন্য শাবক দুটিকে প্রদর্শন করা হবে না। তারা পার্কের নিরাপদ সংরক্ষণ এলাকায় থাকবে যতদিন না বাইরের পরিবেশে মানিয়ে নেওয়ার মতো শক্তি অর্জন করছে।
বর্তমানে লাল পাণ্ডা বিপন্ন প্রজাতির তালিকায়। পূর্ব হিমালয়ের এই বিরল প্রাণীর জন্ম শুধু পার্ক নয়, পুরো সংরক্ষণ জগতের জন্যই এক আশার আলো।