You will be redirected to an external website

উত্তরবঙ্গের ট্যুরিজমে নতুন দিগন্ত, শিলিগুড়িতে গঠিত KRHTDA

New horizons in North Bengal tourism, KRHTDA formed in Siliguri

শিলিগুড়িতে অনুষ্ঠিত হল প্রথম সভা

কাঞ্চনজঙ্ঘা রিজিওন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (KRHTDA) উদ্যোগে মঙ্গলবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল প্রথম সভা। আতিথেয়তা শিল্প ও পর্যটন শিল্পের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, সামাজিক দায়বদ্ধতা রক্ষা এবং পরিবেশবান্ধব পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ উদ্যোগে পর্যটন শিল্পকে নতুন মাত্রা দিতেই এই সংগঠনের সূচনা। মূল লক্ষ্য হল আতিথেয়তা শিল্পের ভবিষ্যৎ পরিকল্পনা, পর্যটন ক্ষেত্রের প্রসার এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত দিকনির্দেশনা তৈরি। ইতিমধ্যেই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন প্রায় ৬০-৬৫ জন উদ্যোক্তা, যারা পর্যটনের বিভিন্ন ক্ষেত্র, হোটেল, পরিবহন, স্থানীয় ট্যুরিজমসহ একাধিক বিভাগে কাজ করছেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান উদ্যোক্তা রাজ বসু ও ননি ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া। বৈঠকে উত্তরবঙ্গের পর্যটনকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, পর্যটকদের সুবিধা এবং শিল্পের প্রসারকে কেন্দ্র করেই এই সংগঠন গঠন করা হয়েছে। প্রথম বৈঠকেই আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন পদ্মশ্রীপ্রাপ্ত বাইচুং ভুটিয়া। এছাড়াও বিভিন্ন পদে মোট দশজনকে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠন পরিচালনার জন্য।

কাঞ্চনজঙ্ঘা অঞ্চলের পর্যটন ও আতিথেয়তা শিল্পকে ঘিরে এই নতুন সংগঠন কতটা সফল হয়, তা সময়ই বলবে। তবে উত্তরবঙ্গের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এটি যে এক নতুন দিগন্তের সূচনা, তা বলাই যায়।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Another shootout in Malda! This time, a Class 12 student was targeted. Read Next

ফের মালদহে শুটআউট! এবার দ...