দুর্গাপুজোর অনুদান নিয়ে শুভেন্দু
দুর্গাপুজোর অনুদান নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগের বছরই জানিয়ে দিয়েছিলেন এবছর অনুদানের টাকা বাড়িয়ে এক লক্ষ টাকা করে দেবেন। সেইমতো বৃহস্পতিবার পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করছেন তিনি। সেইসময়েই বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে শুভেন্দু দাবি করেন, 'অনুদান বাড়ালেও ভোটে হারবে তৃণমূল।'
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যতই ঘুষ দিক, যারা প্রকৃত সনাতন, হিন্দু, ভারত প্রেমী, তাঁরা কখনওই সমর্থন করবে না।' কটাক্ষ করেন, 'পুলিশ গিয়ে বলে টাকা না দিলে অনুমতি দেব না, পুলিশ বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে। এরা অনুমতি পাবে না। টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোনও সম্পর্ক নেই।'
একের পর এক পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, 'যে রাজ্যে ৭ লক্ষ কোটি টাকা ঋণ, ২ কোটি ১৫ লক্ষ শিক্ষিত বেকার, ৬০ লক্ষ পরিযায়ী শ্রমিক, এই মুখ্যমন্ত্রীর আমলে ৮ হাজার ২০০ সরকারি স্কুল বন্ধ হয়েছে। প্রায় সাড়ে নয় হাজার শিল্প বাংলা থেকে সরে গিয়েছে, আর যাই হোক কোনও সুস্থ মাথার লোক ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না।'
আরজি করকাণ্ড নিয়ে বারবার চাপের মুখে পড়েছে শাসক দল। এক চিকিৎসক তরুণীকে সরকারি হাসপাতালের ভিতরেই ধর্ষণ ও খুনের ঘটনায় সরব হয়েছে সব মহল। একটা বড় সময়ের জন্য চিকিৎসকদের কর্মবিরতির জেরে স্বাস্থ্য ব্যবস্থা কার্যত বেহাল হয়ে গিয়েছিল। এছাড়াও বিচারের দাবিতে একের পর এক আন্দোলন হয়েছে। নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে এই ঘটনা।
আগামী ৯ অগস্ট আরজিকর কাণ্ডের এক বছর পূর্ণ হবে। ওইদিন রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি হওয়ার কথা রয়েছে। এনিয়ে শুভেন্দু এদিন মুখ্যমন্ত্রীকে নিশানায় এনে বলেন, '৯ তারিখ মুখ্যমন্ত্রী হয় বাড়ি থেকে বেরবেন না, নয়তো পালিয়ে যাবেন।'
গত বছর আরজি করকাণ্ডের প্রতিবাদে একাধিক পুজো কমিটি দুর্গাপুজোর অনুদান বয়কট করেন। এবছরেও কমিটিগুলিকে সেই পথেই যাওয়ার বার্তা দেন বিরোধী দলনেতা। তিনি জানান, 'যাঁরা এবার অনুদানের টাকা নেবেন না, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের পাশে বিরোধী দলনেতা আছে।'