শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা, ভাঙল গাড়ির কাচ, স্লোগান-কালো পতাকা |
কোন্নগরে শাসক নেতা খুনে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার বাঘা
কুখ্যাত গ্যাংস্টার বাঘা
হুগলির কোন্নগরে তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী খুনে গ্রেফতার আরও ১। ধৃতের নাম ভোলানাথ দাল ওরফে বাঘা। সে হুগলির কুখ্যাত গ্যাংস্টার। বাঁকুড়ার সোনামুখী থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। এই ঘটনায় আগেই ধরা হয়েছিল তিনজনকে। বাঘা গ্রেফতার হওয়াকে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল চার। আগেই ধরা পড়া বিশ্বনাথ দাস ওরফে বিশা হল ভোলনাথ দাস ওরফে বাঘার ভাই। এই দু'জনই খুনের ঘটনার মাস্টার মাইন্ড।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বিশ্বনাথ দাস ওরফে বিশার সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল নিহতের পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার। ৩০ জুলাই গ্যাসের অফিস থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় ওই তৃণমূল নেতাকে এলোপাথাডজ়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় পিন্টু চক্রবর্তীকে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পিন্টু কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছিলেন। বিশা ও বাঘা, এই দুই ভাই মিলেই পিন্টু চক্রবর্তীকে খুনের পরিকল্পনা করেছিল। এলাকায় দাপট কায়েম করতেই পিন্টুকে সরিয়ে দেওয়ার ছক কষে তারা। সুপারি কিলার দিয়ে পিন্টু চক্রবর্তীকে খুনের ছক কষেছিল বিশা ও বাঘা। বিশা ও অন্য দুই সুপারি কিলারকে জিজ্ঞাসাবাদ করেই বাঘার নাম উঠে আসে এই খুনের ঘটনায়। তৃণমূল নেতা খুনের ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।