বেতন-সহ ‘পিরিয়ড লিভ’, সিদ্ধান্ত নিল কর্নাটক মন্ত্রিসভা
কর্নাটকের মহিলা কর্মীরা এখন থেকে প্রতি মাসে একদিনের ঋতুস্রাবকালীন বা পিরিয়ড চলাকালীন ছুটি পাবেন, তাও বেতন-সহ। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভা এই উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে।সরকারি দফতর, পোশাক শিল্প, বহুজাতিক সংস্থা, আইটি কোম্পানি ও অন্যান্য বেসরকারি ক্ষেত্রের মহিলা কর্মীদের জন্য মাসে এই ছুটি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
রাজ্য সরকার জানিয়েছে, কর্মক্ষেত্রে মহিলাদের স্বাস্থ্য ও মানসিক স্বস্তির কথা মাথায় রেখে এবং কর্মক্ষেত্রে আরও সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মন্ত্রিসভার নোটে বলা হয়েছে, “এই উদ্যোগ মহিলাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়াবে এবং কর্মক্ষেত্রে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে।”
রাজ্যের আইনমন্ত্রী এইচ. কে. পাতিল বলেছেন, “এই পদক্ষেপ চাকরিজীবী মহিলাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। অন্যান্য রাজ্যে এই নীতি সফল হয়েছে, তাই আমরাও তা গ্রহণ করেছি।”
এর ফলে কর্নাটক যোগ দিল বিহার, ওড়িশা, কেরালা ও সিকিমের মতো রাজ্যের তালিকায়, যারা ইতিমধ্যেই মাসে পিরিয়ড চলাকালীন ছুটির ব্যবস্থা চালু করেছে।
বেসরকারি সংস্থার মধ্যেও অনেক প্রতিষ্ঠান স্বেচ্ছায় এই নীতি গ্রহণ করেছে, যেমন Zomato, Swiggy, Larsen & Toubro (L&T), Byju’s এবং Gozoop।
নারী অধিকারকর্মী বৃন্দা আদিগে বলেছেন, “সরকারের এই সিদ্ধান্ত কর্মক্ষেত্রে মহিলাদের প্রকৃত স্বাস্থ্যগত চাহিদাকে স্বীকৃতি দিচ্ছে। এটি টেকসই উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি আরও যোগ করেন, “যদিও অনানুষ্ঠানিক খাতে এই নীতির প্রয়োগ এখনও চ্যালেঞ্জ, তবু এটি বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের স্বাস্থ্য ও অংশগ্রহণ বৃদ্ধির জন্য এক দৃঢ় ভিত্তি স্থাপন করছে।”