You will be redirected to an external website

সাহসের প্রতীক অপারেশন সিঁদুর! মন কি বাতে জঙ্গি দমনে কড়া বার্তা মোদীর

After Operation Sindoor, the Prime Minister of the country has once again praised the Indian Army.

সাহসের প্রতীক অপারেশন সিঁদুর!

 অপারেশন সিঁদুরের পর ফের ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ দেশের প্রধানমন্ত্রী। রবিবার 'মন কি বাতে' অপারেশন সিঁদুর প্রসঙ্গ উঠতেই সেনার বীরত্বের কথা বলেন নরেন্দ্র মোদী। উল্লেখ করেন কীভাবে সন্ত্রাসবাদ দমনে সেনা সদস্যরা নিজ হাতে খর্গ তুলে নিয়েছেন। কীভাবে জঙ্গিদের ঘরে ঢুকে মেরে এসেছেন।

‘মন কি বাত’-এর ১২২তম পর্ব ছিল এদিন। বিভিন্ন প্রসঙ্গের মাঝেই অপারেশন সিঁদুরের কথাও ওঠে। তখনই তিনি গোটা ঘটনা খুব সংক্ষেপে বিশ্লেষণ করেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে জানান, ভারতীয় সেনা কীভাবে ভারতমাতাকে বাঁচিয়েছে। বলেন, 'জঙ্গিদের ঘরে ঢুকে মেরেছে ভারতীয় সেনা। তিরঙ্গার রং দিয়েছে অপারেশন সিঁদুর। নিখুঁত দক্ষতায় প্রত্যাঘাত করা হয়েছে।'

 

 

সন্ত্রাসবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলে কেন্দ্রীয় সরকার। সেকথা আরও একবার মনে করিয়ে দেন তিনি। আর সরকারের এই লক্ষ্যপূরণে যে দেশবাসীও পাশে দাঁড়িয়েছে, সেকথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মনে করেন, সন্ত্রাসবাদ মেকাবিলায় একজোট দেশ।

প্রধানমন্ত্রী বলেন, 'সন্ত্রাসবাদ সমূল উৎখাত করতেই হবে। অপারেশন সিঁদুরের সময় আমাদের সেনারা যে বীরত্ব দেখিয়েছেন, তা প্রতিটি ভারতবাসীর গর্বের কারণ। সীমার ওপারে জঙ্গি ঘাঁটিগুলিকে যেভাবে নিখুঁত কৌশলের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, তা নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত। অপারেশন সিঁদুর গোটা বিশ্বকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা জোগাবে।'

গোটা অপারেশন দেশীয় অস্ত্রের সাহায্যে চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পাকিস্তানকে জবাব দিতে দেশ যে প্রস্তুত ছিল এবং আগামিদিনেও এভাবেই জবাব দেওয়া হবে, তা আজকের ভাষণে স্পষ্ট।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...