দিল্লি গিয়েও মিলল না শাহের দেখা
৯ আগস্ট আর জি কর কাণ্ডের এক বছর। সিবিআইয়ের তদন্তের গাফিলতির অভিযোগ তুলে দিল্লির রাজপথে ঘুরছে নির্যাতিতার বাবা-মা। আজ, বুধবার বিজেপির দিল্লির পার্টি অফিসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কথা ছিল, তবে তা হয়নি। অনেকবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েও পাননি। পরিবারের অভিযোগ, সবাই ফায়দা নিয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি। মায়ের হুঁশিয়ারি, “কোনও সুরহা না হলে হলে সবার সামনে মরে যেতে চাই।”
দিল্লিতে মামলা সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার আইনজীবীর করুণা নন্দী সঙ্গে বৈঠক রয়েছে নির্যাতিতার পরিবারের। সেই জন্য দিল্লিতে গিয়েছেন অভয়ার বাবা-মা। আজ, বুধবার অমিত শাহের সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাঁদের। তা হয়নি। আগামিকাল বৃহস্পতিবার সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করার কথা। নির্যাতিতার বাবা বলেন, “বিজেপির পার্টি অফিসে বিষয়টি জানাতে এসেছিলাম। যাতে সিবিআই পর্যন্ত বিষয়টি যায়। কিন্তু কেউ নেই এখানে।” পরিবার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, রাজ্য বিজেপির এক নব্য নেতা তাঁদের বলেছিলেন, আজ, বুধবার অমিত শাহের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে রেখেছেন। সেই মোতাবেক গিয়েছিলেন পার্টি অফিসে কিন্তু দেখা হয়নি।
পরিবারের দীর্ঘদিনের অভিযোগ, সিবিআই ঠিক মতো তদন্ত করেনি। সেই বিষয়টি তুলে ধরতে চাইছেন তাঁরা। তবে কোনও কাজ হচ্ছে না। তাঁদের দাবি, রাজ্য বিজেপির একাধিক বিজেপি নেতা, তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কিন্তু সবটাই মুখের কথা। কাজের কাজ কিছু হচ্ছে না। নির্যাতিতার মা বলেন, “আমার মেয়ের ধর্ষণ খুনের ঘটনার এক বছর হতে চলল। আমরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। এই যন্ত্রণা নিয়ে বাঁচতে চাই না।”