একে একে পার্থ-পরেশ-অঙ্কিতা সবার জামিন
নিয়োগ দুর্নীতি মামলায় একে একে জামিন পেলেন অনেকেই। গ্রুপ সি, নবম-দশম ও একাদশ-দ্বাদশ এই তিন মামলায় অভিযুক্তদের এদিন হাজিরা দিতে বলা হয়েছিল। ৭৫ জন অভিযুক্তের মধ্যে এদিন প্রায় ৭০ জন হাজির ছিলেন আদালতে। তাঁদের মধ্যে বেশিরভাগ অভিযুক্তেরই জামিন হয়েছে এদিন। তাঁরা প্রত্যেকেই কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর করা মামলায় অভিযুক্ত ছিলেন।
নবম-দশম ও একাদশ-দ্বাদশের মামলায় জামিন পেয়েছেন পার্থ। এই দুই মামলাতেই সিবিআই পার্থকে গ্রেফতার করেনি, তবে চার্জশিটে নাম ছিল। এছাড়া গ্রুপ সি মামলায় আগেই সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন পার্থ। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পার্থ। ৭০০০ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে। আপাতত আর একটি মামলা রইল তাঁর বিরুদ্ধে।
এদিকে, এসএসসি-র একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী। তাঁরাও এদিন জামিন পেয়েছেন।
গ্রুপ সি মামলায় এদিন আত্মসমর্পণ করেন পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য। আত্মসমর্পণ করে জামিন চান এসএসসির কর্তা সমরজিৎ আচার্য ও পর্ণা বসু। জামিন চান পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, প্রসন্ন রায়, জীবন সাহা-সহ প্রত্যেকেই। পার্থ জামিন পেলেও জামিন পাননি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন কর্তা কল্য়াণময় গঙ্গোপাধ্যায়। গ্রুপ সি মামলায় যাঁরা আত্মসমর্পণ করেছেন, তাঁদের প্রত্যেকের জামিন হয়েছে।