You will be redirected to an external website

নয়ডায় বসে ৪০০ কেজি RDX আর মানব বোমার মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকি! ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

Patna Man Arrested for Threatening to Blast Mumbai with 400 Kg RDX & Human Bomb

মুম্বইয়ে গণেশ বিসর্জনের দিন নাশকতার ছক?

১ কোটি মানুষ টার্গেট। ৪০০ কেজির আরডিএক্স বিস্ফোরণে গোটা মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকি এসেছি। এই হুমকি আসার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হল অভিযুক্তকে। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ নয়ডা থেকে অশ্বিনীকুমার সুপ্রা নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সিম কার্ড জোগাড় করে দেওয়ার জন্য।

৪ সেপ্টেম্বর দুপুর ২:৫৭ মিনিটে, একজন অজ্ঞাত ব্যক্তি মুম্বইয়ের ওরলির ট্রাফিকের কন্ট অফিসিয়াল মোবাইল নম্বরে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। এই মেসেজে বলা হয়েছিল যে ৪০০ কেজি আরডিএক্স এবং ৩৪ জন মানব বোমা ব্যবহার করে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটানো হবে। মুম্বই ধ্বংস করে দেওয়া হবে। অন্তত ১ কোটি মানুষকে মারার প্ল্যান। লস্কর-ই-জিহাদি নামক একটি সংগঠন হুমকি দিয়েছিল বলেই জানানো হয়।

হুমকি এমন সময়ে এসেছিল, যখন মুম্বই শহরে গণপতি বিসর্জনের প্রস্তুতি পুরোদমে চলছিল। আজ, শনিবার অনন্ত চতুর্দেশী, গণেশ উৎসবের শেষ দিন। এর কারণে পুলিশ  অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখে এবং তখনই তদন্ত শুরু করে।

পুলিশ দ্রুত পদক্ষেপ করে অশ্বিনীকুমার সুপ্রা (৫০ বছর)-কে গ্রেফতার করা হয়। তিনি বিহারের পটনার বাসিন্দা। অভিযুক্তকে উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের কাছ থেকে হুমকি দেওয়ার জন্য ব্যবহৃত মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ওরলি পুলিশ স্টেশনে ভারতীয় ন্যয় সংহিতার ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ৪০০ কেজি আরডিএক্স, ৩৪ জন মানব বোমা- পুরো বিষয়টিই উড়ো হুমকি ছিল।

মুম্বই পুলিশ নাগরিকদের কোনও গুজবে বিশ্বাস না করার এবং আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন করেছে। পুলিশ জানিয়েছে যে গণপতি বিসর্জনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Skeleton in farmland! Farmer sees entire skeleton while cultivating, hands on head Read Next

চাষের জমিতে নরকঙ্কাল! চা...