ভোকাল ফর লোকালের বার্তা মোদীর
সাংহাই কর্পোরেশন সম্মেলনে যোগ দিতে চিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দূর দেশে পাড়ি দিলেও তিনি ভোলেননি দেশের মানুষের কথা। শুনিয়ে দিয়ে গিয়েছেন নিজের মনের কথা। রবিবার প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘মন কি বাত’-র ১২৫ তম এপিসোড।সেখানেই ভোকাল ফর লোকাল বা দেশীয় পণ্য কেনার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, “এই সময় দেশজুড়ে গণেশ উৎসব চলছে। আগামী কয়েক মাসের মধ্য়েও একাধিক উৎসব-পার্বণ রয়েছে। এই আবহে আমাদের দেশের মানুষের কথা কোনও ভাবেই ভুললে চলবে না।”
তাঁর সংযোজন, “উপহার সেটাই দেবেন, যা ভারতে তৈরি। সেই পোশাকই পরবেন, যা দেশের মানুষ তৈরি করছে। সেটা দিয়েই ঘর সাজাবেন, যা নিজেদের দেশে তৈরি হচ্ছে। জীবনের সমস্ত পর্যায়ে সব কিছু স্বদেশি হোক। আর গর্ব করে বলুন, এটা স্বদেশি, দেশের তৈরি। আর এই ভাবনাই আমাদের এগিয়ে নিয়ে যাবে। একটা মন্ত্র ভোকাল ফর লোকাল, একটা লক্ষ্য বিকশিত ভারত।”
বছর বছর ধরেই দেশীয় পণ্যের উপর নির্ভরতা বাড়ানোয় জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। জোর দিয়েছেন আত্মনির্ভর ভারতেও। সম্প্রতি ভারত-পাক সংঘাত পর্বে সেই আত্মনির্ভরতা নজির দেশবাসী দেখেছে। সবাই দেখেছে কীভাবে দেশীয় উপায়ে তৈরি সামরিক, মাত দিয়েছে চিনের অস্ত্রকেও। এমনকি, যখন ভারতকে নানা ভাবে শুল্কের প্যাঁচে জড়াতে চাইছে আমেরিকা। সেই আবহেও ভারতীয় পণ্যেই ব্যবসায়ীদের আস্থা রাখার বার্তা দিয়েছেন মোদী।