পাশাপাশি দাঁড়িয়েছিলেন চিন এবং রাশিয়ার প্রেসিডেন্টরা
অপারেশন সিঁদুরের পর প্রথমবার একমঞ্চে দেখা গেল যুযুধান দুই পড়শি দেশের প্রধানমন্ত্রীকে। রবিবার এসসিও বৈঠকের শুরুতেই দেখা গেল, একসারিতে দাঁড়িয়ে ছবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে একে অপরের থেকে বেশ কিছুটা দূরে ছিলেন তাঁরা।
২৫ তম এসসিও বৈঠকে যোগ দিতে শনিবার প্রধানমন্ত্রীর বিশেষ বিমান পৌঁছায় চিনের তিয়ানজিন শহরে। রবিবার থেকে সম্মেলন শুরু। এই বৈঠকে যোগ দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান ও উত্তর কোরিয়ার শাসক কিম জন উন। নিয়মিত সদস্য ছাড়াও অতিথি এবং পর্যবেক্ষক হিসাবে বেশ কয়েকটি দেশের প্রধানকে এবারের এসসিও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্মেলনের প্রথম দিনেই অতিথিদের জন্য একটি ব্যাঙ্কোয়েটের আয়োজন করেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তাঁর স্ত্রী পেং লিউয়ান। সেখানে ফ্যামিলি ফটো তুলতে গিয়েই মুখোমুখি হন মোদি-শাহবাজ। দুই রাষ্ট্রপ্রধানকেই সামনের সারিতে দাঁড় করানো হয়। তবে পাশাপাশি নয়। ওই সারিতেই পুতিন-জিনপিংয়ের মতো রাষ্ট্রপ্রধানরাও ছিলেন। পাশাপাশি দাঁড়িয়েছিলেন চিন এবং রাশিয়ার প্রেসিডেন্টরা। এছাড়াও প্রথম সারিতে ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। উল্লেখ্য, মালদ্বীপের সঙ্গেও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে মাঝে টানাপোড়েন শুরু হয়েছিল। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল তুরস্ক। এককথায়, ‘শত্রু’ পরিবেষ্টিত হয়ে ছবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।