You will be redirected to an external website

মেট্রো উদ্বোধনে মোদী, কোন রুটের কোন স্টেশনে দেখা যাবে প্রধানমন্ত্রীকে?

Modi to inaugurate metro, at which station of which route will the Prime Minister be seen?

কোন রুটের কোন স্টেশনে দেখা যাবে প্রধানমন্ত্রীকে?

শুক্রবার ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক ঘণ্টার সফরে বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। মেট্রোর উদ্ধোধন করবেন। মেট্রোতে চড়বেনও। আবার একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। আর এই কয়েকঘণ্টার সফরসূচিতে দমদমে বিজেপির একটি সভায় বক্তব্যও রাখবেন। জেনে নিন প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি।

শুক্রবার বিহারেও যাওয়ার কথা রয়েছে প্রধামন্ত্রীর। পটনা বিমানবন্দর থেকেই দুপুর ২টা ৫০ মিনিটে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন মোদী। কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পৌঁছনোর কথা বিকেল ৪টে নাগাদ। বিমানবন্দর থেকেই সড়কপথে যশোর রোড মেট্রো স্টেশনে যাওয়ার কথা তাঁর।

বিকেল ৪টে ১৫ মিনিটে যশোর রোড মেট্রো স্টেশন থেকে তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন। এরপর মেট্রো চড়ে যশোর রোড স্টেশন থেকে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন পর্যন্ত যাবেন। ফের মেট্রোতে চড়েই যশোর রোড স্টেশনে ফিরবেন। বিকেল ৪টে ৩৫ মিনিটে যশোর রোড মেট্রো স্টেশন থেকে সড়কপথে দমদমের সেন্ট্রাল জেল ময়দানের উদ্দেশে রওনা দেবেন। ৪টে ৪৫ মিনিটে সেন্ট্রাল জেল ময়দানে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। সেখানে প্রশাসনিক ও রাজনৈতিক সভা রয়েছে তাঁর।

প্রথমে প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রীর। ৫টা ২৫ মিনিট পর্যন্ত সেই প্রশাসনিক সভা হওয়ার কথা। এরপর ৫টা ৩০ মিনিটে ওই সেন্ট্রাল জেল ময়দানেই বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দেওয়ার কথা মোদীর। ৬টা ১৫ মিনিট পর্যন্ত ওই রাজনৈতিক সভায় থাকবেন তিনি। এরপর ৬টা ২০ মিনিটে সড়কপথে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। ৬টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি উড়ে যাবেন প্রধানমন্ত্রী। তবে পরিস্থিতি অনুযায়ী প্রধানমন্ত্রীর এই সফরসূচি রদবদলেরও সম্ভাবনা রয়েছে।

সবমিলিয়ে বাংলায় প্রধানমন্ত্রী থাকবেন আড়াই ঘণ্টার মধ্যে। তার মধ্যে ৪৫ মিনিট পরিবর্তন সংকল্প সভায় থাকবেন। এর আগে আলিপুরদুয়ার ও দুর্গাপুরে সভা করে গিয়েছেন তিনি। সেখানে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছিলেন। এবার রাজ্যের শাসকদলকে নিশানা করে মোদী কী বলেন, সেটাই এখন দেখার।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Kanchana in a scuffle at Sealdah station, personal dispute or film promotion? Read Next

শিয়ালদহ স্টেশনে বচসায় ক...