You will be redirected to an external website

সস্তা হবে নিত্য প্রয়োজনীয় পণ্য, বিরাট বদল GST-তে, দিপাবলীতে উপহার প্রধানমন্ত্রীর

Essential commodities will be cheaper, big changes in GST, Prime Minister's gift on Diwali

সস্তা হবে নিত্য প্রয়োজনীয় পণ্য

স্বাধীনতা দিবসে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জিএসটি-তে বড় সংস্কারের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। সরলীকরণ করা হবে জিএসটি ব্যবস্থায়। কমবে সাধারণ মানুষের উপরে চাপ।এ দিন লালকেল্লা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “দিওয়ালিতে বড় উপহার পাবেন আমরা। কর ব্যবস্থাকে সরল করা হয়েছে, জিএসটি আনা হয়েছে। ৮ বছর বাদে আবার রিভিউ করা হচ্ছে। দিওয়ালির মধ্যে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্ম আনা হবে।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “সামান্য পণ্যে যে করের বোঝা ছিল, তা অনেকটা কমিয়ে দেওয়া হবে। অনেক উপকার হবে এমএসএমই-তে। নিত্যপ্রয়োজনীয় জিনিস সস্তা হয়ে যাবে। এতে দেশবাসীর সুবিধা হবে।”

প্রসঙ্গত, ২০১৭ সালের ১ জুলাই কেন্দ্রীয় সরকার জিএসটি এনেছিল। ৮ বছর বাদে সেই জিএসটি ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। তিনি জানান, একটি হাই-পাওয়ারড কমিটি তৈরি করা হয়েছে জিএসটি রিভইউয়ের জন্য। রাজ্যগুলির সঙ্গেও এই বিষয়ে কথা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন যে আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে। ভারত সেই লক্ষ্য অর্জনও করবে। তিনি নিজেই লালকেল্লা থেকে এই খবর শোনাবেন।  আজ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। অর্থনীতি মজবুত রয়েছে। মাক্রো-ইকোনমিও মজবুত রয়েছে। ইউপিআই ব্যবস্থারও প্রশংসা করেন তিনি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

BJP-CPIM clash in front of medical college over 'possession' of nursing student's body Read Next

নার্সিং ছাত্রীর দেহের ‘...