রাত পোহালেই শহরে মোদী
রাত পোহালেই শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সঙ্গে কলকাতায় নতুন তিনটি মেট্রোপথের উদ্বোধন করবেন তিনি। বছর দেড়েক পরে আবার কলকাতায় মেট্রো সফর করবেন মোদী। সঙ্গে রয়েছে আরও বেশ কয়েকটি প্রশাসনিক কর্মসূচি। ইতিমধ্যেই দমদমে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা। কিন্তু বুধবার রাতভর বৃষ্টির জলে কর্দমাক্ত প্রধানমন্ত্রীর সভাস্থল।
পাটাতনের প্ল্যাটফর্ম তৈরি করে যুদ্ধকালীন তৎপরতায় মাঠ তৈরির কাজ চলছে। মঞ্চ সংলগ্ন এলাকায় পিচের রাস্তা। এদিকে আবার এটা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মাঠের বেহাল দশার জন্য দমদম পুরসভাকে কাঠগড়ায় তুলেছে বিজেপি।
আরও এই নিয়েই কার্যত ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। এক স্থানীয় ব্যবসায়ীর বক্তব্য, “এত দিন রাস্তা এইভাবে যে বেহাল অবস্থায় পড়েছিল, তা কারোর চোখে পড়েনি। প্রধানমন্ত্রী আসছেন বলে তড়িঘড়ি রাস্তা এখন পিচ করা হচ্ছে।” যদিও স্থানীয় শাসকদলের প্রতিনিধির বক্তব্য, “এই রাস্তা দমদম পৌরসভারেই আন্ডারে। রাজ্য সরকারের প্রকল্পের টাকায় কাজ চলছে।” তাঁকে প্রশ্ন করা হয়, তাহলে কি প্রধানমন্ত্রী আসবেন বলেই এত দ্রুত কাজ? তিনি বলেন, “কাজ হতই, এখন সেটা তরান্বীত হয়েছে।” জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট স্বপন রায়চৌধুরীর বক্তব্য, “আসলে এখানে তো মিউনিসিপ্যালিটি কোনও কাজকর্ম করে না। তার প্রমাণ দেখতে পাওয়া যায়। একটা জঙ্গলে পরিণত হয়ে গিয়েছিল মাঠ। এখন মাঠটা খুব সুন্দর করা হয়েছে। একটা দুর্যোগ রয়েছে, তবে এখন সভাস্থল সুন্দর হয়ে গিয়েছে।”