মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী
মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিকাল, ১৩ সেপ্টেম্বর মণিপুরে যাবেন প্রধানমন্ত্রী মোদী। তিনি ৮৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। ২০২৩ সালে মণিপুরে দুই সম্প্রদায়ের অশান্তি, সংঘর্ষের পর এই প্রথম মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।
২০২৩ সালের মে মাসে মণিপুরে কুকি ও মেতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই দুই সম্প্রদায়ের সংঘর্ষে এখনও পর্যন্ত ২৬০ জনের মৃত্যু হয়েছে, ঘরছাড়া হাজার হাজার মানুষ। কয়েক মাস আগেই, গত ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইস্তফা দেওয়ায় বর্তমানে মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে। তার মাঝেই প্রধানমন্ত্রীর সফর।
জানা গিয়েছে, মণিপুরের চুড়াচন্দপুর পিস গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সভা হবে। এরপরে ইম্ফলের কাঙ্লা ফোর্টেও প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি রয়েছে।
প্রশাসনের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, যারা প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসবেন, তারা চাবি, পেন, জলের বোতল, রুমাল, ছাতা, লাইটার, দেশলাই, কাপড়ের টুকরো বা অন্য কোনও ধারালো জিনিস নিয়ে আসতে পারবেন না। অনুষ্ঠানস্থলে ১২ বছরের কম বয়সী শিশুদের ও অসুস্থ ব্যক্তিদের আনতে বারণ করা হয়েছে। চুড়াচন্দপুরে এয়ারগানও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।
ইম্ফল ও চুড়াচন্দপুরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। চলছে নজরদারি। পুলিশ ও প্য়ারামিলিটারি বাহিনীও মোতায়েন রয়েছে।