You will be redirected to an external website

নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশও, লাঠিচার্জের পর ধুন্ধুমার পরিস্থিতি পার্কস্ট্রিটে

Police also attacked in Nabanna drive, chaos on Park Street after lathicharge

নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশও

 আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে শনিবারের নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি কলকাতায় (Kolkata)। পার্কস্ট্রিটে বিক্ষোভকারীদের মিছিল আটকায় পুলিশ। সে সময়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের (Kolkata Police) বচসা হওয়ায় শুরু হয় লাঠিচার্জ (Lathicharge)। অভিযোগ, আন্দোলনকারীদের একাধিকজন আহত হয়েছেন পুলিশের মারে। এদিকে পুলিশের দাবি, তারাও আহত হয়েছেন।

সকাল থেকেই অন্যান্য জায়গার মতো পার্কস্ট্রিট (Park Street) অঞ্চলেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকেই নবান্নর উদ্দেশে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কিছুদূর যাওয়ার পরই তাদের বাধা দেয় পুলিশ। তাই পার্কস্ট্রিটেই অবস্থানে বসে পড়েন তিনি এবং বাকি বিজেপি নেতারা। এরপরই সামনে এল পুলিশের আহত হওয়ার খবর।

শনিবার বেলা প্রায় পৌনে ১২টা নাগাদ বিধানসভা থেকে সরাসরি ডোরিনা ক্রসিংয়ে পৌঁছে যান শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, সাংসদ অর্জুন সিং-সহ অন্যান্য নেতারা। যদিও রানি রাসমণি অ্যাভিনিউতে পৌঁছতেই শুভেন্দুকে আটকে দেয় পুলিশ।

বিস্তর বচসার পর রুট বদল করে জওহরলাল নেহেরু রোড ধরে মিছিল এগিয়ে নিয়ে যান বিরোধী দলনেতা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পার্কস্ট্রিটে লাঠিচার্জ করে কলকাতা পুলিশ। যার জেরে সেখানেই অবস্থানে বসে পড়েন শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল।

আসলে পুলিশের বক্তব্য ছিল, একে তো নবান্ন অভিযানের জন্য কোনও অনুমতি চাওয়া হয়নি। তার পরেও যদি বিধিনিষেধ অমান্য করে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়, কড়া পদক্ষেপ করা হবে। সেই মতোই সকাল থেকে উত্তেজনা শহরে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

MLA present in the school ‘Read our solution’! Hope of solution for the people of Jhardha village Read Next

‘আমাদের পাড়া আমাদের সম...