নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশও
আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে শনিবারের নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি কলকাতায় (Kolkata)। পার্কস্ট্রিটে বিক্ষোভকারীদের মিছিল আটকায় পুলিশ। সে সময়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের (Kolkata Police) বচসা হওয়ায় শুরু হয় লাঠিচার্জ (Lathicharge)। অভিযোগ, আন্দোলনকারীদের একাধিকজন আহত হয়েছেন পুলিশের মারে। এদিকে পুলিশের দাবি, তারাও আহত হয়েছেন।
সকাল থেকেই অন্যান্য জায়গার মতো পার্কস্ট্রিট (Park Street) অঞ্চলেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেখান থেকেই নবান্নর উদ্দেশে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কিছুদূর যাওয়ার পরই তাদের বাধা দেয় পুলিশ। তাই পার্কস্ট্রিটেই অবস্থানে বসে পড়েন তিনি এবং বাকি বিজেপি নেতারা। এরপরই সামনে এল পুলিশের আহত হওয়ার খবর।
শনিবার বেলা প্রায় পৌনে ১২টা নাগাদ বিধানসভা থেকে সরাসরি ডোরিনা ক্রসিংয়ে পৌঁছে যান শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, সাংসদ অর্জুন সিং-সহ অন্যান্য নেতারা। যদিও রানি রাসমণি অ্যাভিনিউতে পৌঁছতেই শুভেন্দুকে আটকে দেয় পুলিশ।
বিস্তর বচসার পর রুট বদল করে জওহরলাল নেহেরু রোড ধরে মিছিল এগিয়ে নিয়ে যান বিরোধী দলনেতা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পার্কস্ট্রিটে লাঠিচার্জ করে কলকাতা পুলিশ। যার জেরে সেখানেই অবস্থানে বসে পড়েন শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল।
আসলে পুলিশের বক্তব্য ছিল, একে তো নবান্ন অভিযানের জন্য কোনও অনুমতি চাওয়া হয়নি। তার পরেও যদি বিধিনিষেধ অমান্য করে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়, কড়া পদক্ষেপ করা হবে। সেই মতোই সকাল থেকে উত্তেজনা শহরে।