You will be redirected to an external website

কোর্ট চত্বরে বিজেপির জেলা সভাপতি নামে পোস্টর ঘিরে চাঞ্চল্য

Poster with BJP district president's name creates stir in court premises

বিতর্কিত পোস্টার

সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার। বর্ধমান জেলা কোর্ট চত্বরে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা এর ছবি লাগানো পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা রাজনৈতিক মহলে।তবে কে বা কারা রাতের অন্ধকারে জেলাশাসক দপ্তর এলাকায় এই পোস্টার সাঁটালো তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ ভাবে দোষ চাপানো হয়েছে শাসকদল তৃণমূলের দিকে।

বিজেপির জেলা মুখপাত্র ডাক্তার শান্তরুপ দে বলেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভাবে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বর্ধমান বাসি তাদের প্রত্যাক্ষান করেছে। রাজনৈতিক ভাবে তারা কোনো ভিত খুঁজে পাচ্ছে না। তাই তারা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিজেপিকে কালীমা লিপ্ত করতে চাইছে। ভারতীয় জনতা পার্টির কোনো গোষ্ঠী দ্বন্দ নেই বলে জানান 
শান্তরুপ।

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ বলেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতির বিরুদ্ধে চারিদিকে পোস্টার পড়ছে। সভাপতিকে আক্রমণ করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির খরা চলছে।আকাশ পানে চেয়ে সুনেত্রীত্বের খোঁজ করছে। স্বরাজ ঘোষ বলেন ভারতীয় জনতা পার্টিতে যে সমস্ত নেতা কর্মীরা আছেন তারা হলেন তৃনমূল কংগ্রেসর ফেলে দেওয়া পাঁচা আলু। তিনি বলেন যারা নিজেদের নেতার প্রতি আস্থা রাখতে পারছেন না, তারা ভাবছেন বাংলার মানুষ তাদের উপর আস্থা রাখবেন।

তবে এই বিষয়ে মূখ খুলতে চাননি বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা। এই পোস্টার কাণ্ডে যে জেলার রাজনৈতীক মহলে বেশ প্রভাব পড়েছে তা বলাই বাহুল্য।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Youth arrested for living in India under fake identity, carrying Bangladeshi identity card Read Next

ভুঁয়ো পরিচয়ে ভারতে বসবা...