You will be redirected to an external website

যুদ্ধ তো শুধু সীমান্তে গুলি চালানোয় সীমিত নেই, কীভাবে ঢেলে সাজতে হবে কলকাতায় বললেন প্রধানমন্ত্রী

At the Combined Commanders' Conference held in Kolkata on Monday, he gave a clear message - it is

যুদ্ধ তো শুধু সীমান্তে গুলি চালানোয় সীমিত নেই

২০২৫ সালকে প্রতিরক্ষা ক্ষেত্রে সংস্কারের বছর (Year of Reforms) ঘোষণা করে সশস্ত্র বাহিনীকে নতুন দিশা দেখাতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

সোমবার কলকাতায় আয়োজিত কম্বাইন্ড কমান্ডার্স’ কনফারেন্সে তিনি স্পষ্ট বার্তা দেন— দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করতে হলে এখনই দ্রুত ও কার্যকর পদক্ষেপ করা জরুরি।

প্রধানমন্ত্রীর কথায়, আজকের দিনে যুদ্ধ শুধু সীমান্তে গুলি চালনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং প্রযুক্তি, কৌশল এবং উদ্ভাবনের ওপরও নির্ভর করছে। তাই ভারতের সশস্ত্র বাহিনীকে জয়েন্টনেস বা যৌথ কার্যক্ষমতা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে তিনি আত্মনির্ভর ভারত উদ্যোগের সঙ্গে সাযুজ্য রেখে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে দেশীয় প্রযুক্তি ও শিল্পকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, ভবিষ্যতের যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সেনাদের মধ্যে সমন্বয়, আত্মনির্ভরতা এবং উদ্ভাবনী শক্তিই হবে আমাদের আসল অস্ত্র। ভারতকে এমন এক অবস্থানে পৌঁছাতে হবে, যেখানে যে কোনও পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী দৃঢ়ভাবে দাঁড়াতে পারবে।

এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা মন্ত্রককে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী দিনে দেশীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়নকে আরও উৎসাহিত করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রীর এই ডাক দেশের সামরিক প্রস্তুতিকে শুধু আধুনিকীকরণের দিকেই নয়, দীর্ঘমেয়াদি কৌশলগত আত্মনির্ভরতার দিকেও এগিয়ে নেবে।

অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে এনে এদিন সেনাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের নিরাপত্তা, জলদস্যু দমন, বিদেশে বিপদে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেনাদের ভূমিকা তুলে ধরেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Former Education Minister Partha Chatterjee had again applied for bail in the Calcutta High Court in the primary case. Read Next

প্রাথমিকের মামলায় জামিন...