You will be redirected to an external website

রাস্তার দাবিতে ধান গাছ রোপণ করে বিক্ষোভ

Protest by planting rice trees on the road demanding roads

ধান গাছ রোপণ করে প্রতিবাদ

ঝাড়গ্রাম জেলার দহিজুড়ি অঞ্চলের ফুলবেড়া থেকে বাঁদর বনি যাওয়ার প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা দিনের পর দিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দে ভরা এই রাস্তা এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এর জেরে চরম সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী ও সাধারণ যাত্রী—সবাইকে নিত্যদিন এই ভোগান্তি পোহাতে হচ্ছে।

গ্রামবাসীদের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দফতর ও জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তাই ক্ষোভে ফেটে পড়ে শুক্রবার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। রাস্তার উপর  ধান গাছ রোপণ করে তাঁরা বেহাল রাস্তার প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য অভিনব প্রতিবাদ। প্রতিবাদী গ্রামবাসীদের  দাবি, “আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েছি, কিন্তু কেউ কান দেয়নি। যদি দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু না হয়, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েকশো মানুষ যাতায়াত করেন, কিন্তু বর্ষার মৌসুমে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয় যে পথ চলা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। গ্রামবাসীরা আশা করছেন, আজকের এই প্রতীকী আন্দোলন প্রশাসনের নজর কাড়বে এবং দ্রুত সমাধান হবে তাঁদের দীর্ঘদিনের ভোগান্তির।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Was Kalyan calmed down? Talked to Abhishek for an hour Read Next

কল্যাণকে শান্ত করা গেল? ঘ...