পুজোয় রচনার নো ডায়েট
সারা বছর ডায়েট করলেও পুজোয় নো ডায়েট রচনা বন্দ্যোপাধ্যায়ের। পুজোর পাঁচটা দিন তাঁর মন্ত্র 'কোনও ডায়েট নয়, প্রাণ ভরে খাও লুচি নাড়ু সুজি'।
গরমে সতেজ থাকতে ডাবের জল, ফল আর বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন হুগলির সাংসদ। পঞ্চাশ পেরিয়েও ছিপছিপে থাকতে নিজেও খাওয়াদাওয়ার ব্যাপারে সচেতন। নিয়ম মেনে সন্ধে সাতটার মধ্যে ডিনার সারেন। একথা নিজেই জানিয়েছেন একাধিকবার। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোয় নো ডায়েট রচনার। পরিষ্কার জানালেন, "পুজোর পাঁচদিন কোনও ডায়েট নয়, প্রাণ ভরে খাও লুচি নাড়ু সুজি"।পুজোতে রচনার ফ্যাশনে শাড়ি মাস্ট। রচনার কথায়, "দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আমরা বাঙালি। পুজোর সময় শাড়ি পরব। শাড়িটাই সব থেকে ভালো মানায়।" এও জানালেন, যেহেতু কালার থেরাপি করেন তাই শাড়ির রঙ বাছবেন সেই অনুযায়ী।
গত বেশ কিছুদিন রচনা হেয়ার স্টাইল বদল করেছেন। আগের লম্বা চুল ছোটো করে একটা লালচে আভা দিয়েছেন। পুজোয় লম্বা চুল না ছোটো, কীভাবে দেখা যাবে তাঁকে? রচনার উত্তর, "এখন ছোটো আছে চুল, আবার লম্বা হয়ে যাবে।"