কালীপুজোর মুখে আচমকা কেন ফিরে আসছে বৃষ্টি?
কালীপুজোর মুখে ফের বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর বলছে শনিবারের পাশাপাশি রবিবারও মূলত আংশিক মেঘলা আকাশই থাকবে। বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন চার জেলাতে। একইসঙ্গে উত্তরবঙ্গের তিন পার্বত্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূল সংলগ্ন এলাকাগুলির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের কিছু অংশেও হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে সেইভাবে বৃষ্টির কোনও পূর্বাভাস থাকছে না। তবে কালীপুজোর দিন সোমবারও কোনও কোনও অংশে মেঘলা আকাশের দেখা মিলতে পারে। তবে ওই দিন সিংহভাগ অংশেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশেরই দেখা মিলবে।
সোমবার থেকে বুধবার, বৃহস্পতিবার অর্থাৎ কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে সকালের দিকে অনেক জায়গাতেই কুয়াশার দেখা মিলতে পারে। তবে ইতিমধ্যেই আবার দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
২৪ অক্টোবর নাগাদ সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নয়া সিস্টেম ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। পরবর্তীতে এর শক্তি আরও বাড়তে পারে বলে মনে হচ্ছে। তবে সৃষ্টির পর এর গতিপ্রকৃতি কেমন থাকে সেটাই এখন দেখার। এদিকে পুজোর আগেই তুমুল প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী থেকে দক্ষিণবঙ্গ। ভেসেছে কলকাতা। পুজোতেও ছিল বৃষ্টির ভ্রুকূটি। পুজোর পরেও প্রকৃতির রুদ্ররোষ দেখেছে উত্তরবঙ্গ। দেখা গিয়েছে মৃত্যু মিছিল। তবে শেষ পর্যন্ত কিছুদিন আগেই বর্ষা বিদায়। এবার অক্টোবরের শেষে নতুন করে নিম্নচাপের খবরে স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে জনতার।