‘মুর্শিদাবাদে অশান্তি তৈরির চেষ্টা’, হুমায়ুনের সাসপেন্ডের দিনই বললেন মমতা |
বিশ্বকাপ জয়ের পর এবার পুলিশের উর্দিতে রিচা, যোগ দিলেন কোন পদে?
বিশ্বকাপ জয়ের পর এবার পুলিশের উর্দিতে রিচা
ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী উইকেটকিপার–ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) বুধবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি (DSP) পদে। একইসঙ্গে দায়িত্ব নিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (ACP) হিসেবেও। পুলিশের ইউনিফর্ম পরে দায়িত্বগ্রহণের মুহূর্তের ভিডিও বুধবার রাজ্য পুলিশ নিজস্ব একাউন্ট থেকে প্রকাশ করে। রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার (Rajiv Kumar) রিচাকে স্বাগত জানান। ক্রিকেট–কেরিয়ার বজায় রেখে সমান্তরালভাবে তিনি এখন পুলিশের গুরুত্বপূর্ণ পদেও কাজ করবেন।
২২ বছর বয়সি ক্রিকেটার বিশ্বকাপের অন্যতম তুখোড় পারফর্মার। ৮ ম্যাচে ২৩৫ রান, গড় ৩৯.১৬ এবং স্ট্রাইক রেট ১৩৩.৫২—সংখ্যাই বলছে প্রভাব কতটা গভীর! গ্রুপ পর্বে ভাইজাগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৪ রান ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল। নবি মুম্বইতে ফাইনালে ৩৪ রানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস মিডল–অর্ডারের চাপ কমিয়ে জয়ের ভিত মজবুত করে। সেমিফাইনাল ও ফাইনাল—দু’ম্যাচেই রিচার অবদান ভারতের শিরোপা–জয়ে বড় ফ্যাক্টর।
বিশ্বকাপ জয়ের পর শিলিগুড়ি ঘরের মেয়েকে বরণ করে নেয়। পাশাপাশি ৮ নভেম্বর ইডেনে সিএবি–র (CAB) সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে রিচাকে দেওয়া হয় ‘বঙ্গভূষণ’ সম্মান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বয়ং তাঁর হাতে তুলে দেন ডিএসপি পদে নিয়োগপত্র। সিএবির উপহার সোনার ব্যাট–বল এবং ৩৪ রানের ইনিংসের প্রতীকী সম্মান হিসেবে ৩৪ লক্ষ টাকার পুরস্কার।
রাজ্য সরকার রিচাকে আলাদাভাবে উপহার দেয় সোনার চেন। মুখ্যমন্ত্রী গর্বিত কণ্ঠে জানান, ঝুলন গোস্বামীর মতো কিংবদন্তিরা ভিত তৈরি করেছেন। রিচা সেই উত্তরাধিকারকে আরও সামনে এগিয়ে নিয়ে গিয়েছেন। ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয়ে তাঁর অবদান রাজ্যের গর্ব বাড়িয়েছে। তিনি আরও ঘোষণা করেন, শিলিগুড়ির চাঁদমণি টি–এস্টেটের ২৭ একর জমিতে রিচা ঘোষের নামে তৈরি হবে নতুন ক্রিকেট স্টেডিয়াম। উত্তরবঙ্গের ক্রিকেট পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।