You will be redirected to an external website

একলাফে ৭০০০ টাকা পর্যন্ত বাড়বে বেতন! পুজোর আগেই বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী?

Salary to increase by up to 7000 taka in one go! Will the Chief Minister make a big announcement before Puja?...

পুজোর আগেই বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী?

ডিএ বৃদ্ধির দাবিতে লাগাতার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে কর্মীদের (Government Employees)। অথচ ডিএ বৃদ্ধি নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনও সুখবর এসে পৌঁছায়নি সরকারি কর্মীদের (Government Employees) কাছে। তবে এবার বড় চমক দিয়ে একটি নির্দিষ্ট ভাতা বৃদ্ধি করতে চলেছে সরকার। এ বিষয়ে শীঘ্রই সরকারি ঘোষণা হতে চলেছে বলে খবর।

জানা যাচ্ছে, আয়কর এবং ভাতা সংক্রান্ত নতুন ঘোষণার জেরেই এই বদল আনা হয়েছে। এই ভাতা বৃদ্ধির ফলে সরকারি কর্মীরা (Government Employees) নিঃসন্দেহে লাভবান হবেন। জানা যাচ্ছে, রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের ভাতা বৃদ্ধি হতে পারে। বেতনের সঙ্গে অতিরিক্ত ৭০০০ টাকা ঢুকতে পারে বলে খবর। উল্লেখ্য, অভিজ্ঞতার ভিত্তিতে নূন্যতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হয়েছে। এতে প্রায় ৭ হাজার টাকা ভাতা বৃদ্ধি পেতে পারে। বেতনের হিসেব করলে দেখা যাচ্ছে, কোনও সরকারি কর্মী (Government Employees) একটানা ৫ বছর ধরে কাজ করলে তাঁর নূন্যতম বেতন হবে ২১ হাজার টাকা। কোনও কর্মী (Government Employees) টানা ১০ বছর ধরে কাজ করলে নূন্যতম বেতন হবে প্রায় ২৬ হাজার টাকা।

একই ভাবে কোনও কর্মী (Government Employees) ১৫ বছর ধরে টানা কাজ করে গেলে কমপক্ষে তাঁর বেতন দাঁড়াবে প্রায় ৩২ হাজার টাকা। ২০ বছর ধরে কোনও কর্মী (Government Employees) কাজ করলে তাঁর ক্ষেত্রে নূন্যতম বেতন হবে ৩৯ হাজার টাকা। কিন্তু কোন কর্মীদের ভাতা বাড়ছে?রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি হচ্ছে। সরকারি স্কুলে পড়ালেও টেট বা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতন পরিকাঠামো বা পেনশন ব্যবস্থা তাঁদের নেই। তাই এক্ষেত্রে তাঁদের বেতন বাড়লে লাভবান হবেন কর্মীরা।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Bail granted to Anubrata in police abuse case, lawyer says, 'My client is elderly and sick..' Read Next

পুলিশকে গালিগালাজের ঘটন...